Covid Vaccination in India: প্রথম ডোজ নেওয়া। কিন্তু উল্লিখিত সময়ের মধ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়নি দেশের ১০ কোটির বেশি মানুষ। সরকারি পরিসংখ্যানে সংখ্যাটা ১০ কোটি ৩৪ লক্ষ। বুধবার রাজ্যগুলোকে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চলতি সপ্তাহেই টিকাকরণ পর্যালোচনায় রাজ্যগুলোর সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সেই বৈঠকে পৌরহিত্য করেন। তিনি রাজ্যের স্বাস্থ্য সচিবদের সামনে এই তথ্য তুলে ধরেন। পাশাপাশি রাজ্যগুলোকে যত দ্রুত সম্ভব দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে উদ্যোগ নিতে পরামর্শ দেন মন্ত্রী।
মন্ত্রকের পরিসংখ্যান , ১০ কোটি ৩৪ লক্ষ মানুষের মধ্যে ৮৫% কোভিশিল্ড নিয়েছেন। বাকিরা নিয়েছেন কোভ্যাকসিন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, নভেম্বরের মধ্যে দেশের প্রতি যোগ্যতম ব্যক্তিকে অন্তত একটি ডোজ দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সেই মর্মে রাজ্যগুলোকে তৃণমূলস্তর থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদিকে,
আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। গত কয়েকদিন ধরে সামান্য ওঠা-নামার পর বৃহস্পতিবার একধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল করোনার দৈনিক সংক্রমণ। একইসঙ্গে কয়েকদিনের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই সর্বোচ্চ ৭৩৩ জন করোনা কামড়ে প্রাণ হারিয়েছেন। উৎসবের মরশুমে বেপরোয়া ঘোরা-ফেরার মাশুল? উত্তরটা এখনই স্পষ্ট না হলেও ইঙ্গিত মিলছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন।
করোনার চোখ রাঙানি জারি। এখনও বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। বৃহস্পতিবার দেশের সার্বিক করোনা পরিসংখ্যানও রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে ফের ১৬ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু ৭৩৩ জনের। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৮০৯। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫৬ হাজার ৩৮৬। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গতকালের চেয়ে এদিন করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেশ খানিকটা বেড়ে গিয়েছে। গতকালের তুলনায় আজ দৈনিক সংক্রণণ ২০ শতাংশ বেড়েছে। যা রীতিমতো উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৫৮৫ জনের। আজ সেই সংখ্যা বেড়ে ৭৩৩। সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে দ্রুত গতিতে চলছে করোনার টিকাকরণ অভিযান। এখনও পর্যন্ত ১০৪ কোটি ৫ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৪৯ লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন