Advertisment

বন্যায় মৃত ৫ হাজার, স্বজনহারানোর কান্নার মাঝে নিখোঁজ ১০,০০০ মানুষ

ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় দেরনা শহরে মৃতের সংখ্যা ৫,৩০০ ছাড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, india news, TRIPOLI, TRIPOLI news, Derna, Derna news, libyan floods, libya floods, libya floods death, libya map

ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় দেরনা শহরে মৃতের সংখ্যা ৫,৩০০ ছাড়িয়েছে।

বন্যায় ৫ হাজার মৃত্যু, নিখোঁজ দশ হাজারের বেশি। পূর্ব লিবিয়ার বন্যা কবলিত শহর দেরনায় ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং প্রায় ১০,০০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছে। পূর্ব লিবিয়া প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে বাঁধ ভেঙে যাওয়ায় বন্যায় শহরের এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গিয়েছে।

Advertisment

সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণকের একজন মুখপাত্র বলেছেন, ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় দেরনা শহরে মৃতের সংখ্যা ৫,৩০০ ছাড়িয়েছে।

লিবিয়ায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) প্রধান বলেছেন, বড় বন্যার পরে প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা।

Flood Situation
Advertisment