বুথে ভোটার ৯০ জন, কিন্তু ভোট পড়ল ১৮১টি! সাসপেন্ড ভোটকর্মীরা

অভিযোগ খতিয়ে দেখার পর জানা গিয়েছে প্রিসাইডিং অফিসার এবং অন্য পোলিং অফিসাররা ১০৭-এ খোটলির এলপি স্কুলে ১৮১ জনকে ভোট দিতে অনুমতি দিয়েছিলেন।

অভিযোগ খতিয়ে দেখার পর জানা গিয়েছে প্রিসাইডিং অফিসার এবং অন্য পোলিং অফিসাররা ১০৭-এ খোটলির এলপি স্কুলে ১৮১ জনকে ভোট দিতে অনুমতি দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
নজরে 'বহিরাগত', শেষ প্রহরের কৌশল সাজাতে মমতার ফোন সুফিয়ানকে

ছবি প্রতীকী।

বুথের ভোটার ৯০ জন। কিন্তু ভোট পড়েছে ১৮১টি। এই অভিযোগে ছয় ভোটকর্মীকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। সোমবার সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছেন অসমের সিইও নীতিন খারে। অসমের হাফলং বিধানসভায় পয়লা এপ্রিল ভোটগ্রহণ হয়েছে। সেই সময় নথিভুক্ত ভোটারের বেশি ভোট পড়ার অভিযোগ ওঠে।

Advertisment

সিইও বলেন, অভিযোগ খতিয়ে দেখার পর জানা গিয়েছে প্রিসাইডিং অফিসার এবং অন্য পোলিং অফিসাররা ১০৭-এ খোটলির এলপি স্কুলে ১৮১ জনকে ভোট দিতে অনুমতি দিয়েছিলেন। শুনানির সময়েও এব্যাপারে নিজেদের গাফিলতি স্বীকার করেছে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার।

এদিকে, দেশব্যাপী ৭৫০টি বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ চলছে। এদিন বাংলার ৩১টি বিধানসভার পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ। অসম ও বাংলায় দফাভিত্তিক ভোট হলেও দক্ষিণের তিনটি রাজ্যে একটি দফায় ভোটগ্রহণ। তবে পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে। এদিন বাংলায় তৃতীয় দফায় ভোট গ্রহণ। অন্যদিকে অসমে তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ। এদিন গুয়াহাটির আমিনগাঁওয়ে একটি বুথে ভোট দিয়ে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, বিজেপি সে রাজ্যে ৯০টি আসনে জিতে ফের ক্ষমতা দখল করবে। কমিশন সুত্রে খবর সকাল ১১টা পর্যন্ত অসমে ভোটগ্রহণের হার ১৫%-এর কিছু বেশি। যদিও অসমের তৃতীয় দফার ভোটের দিন কমিশনের পক্ষপাত্বিত্বের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। অসমবাসী বিজেপির নেতিবাচক রাজনীতিকে খারিজ করে উন্নয়নের পক্ষে ভোট দেবেন। ট্যুইটে দাবি করেন তিনি।

কেরলে এদিন ১৪০টি আসনের ২ কোটি ৭৪ লক্ষ ভোটার প্রায় ৯৫৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা পর্যন্ত প্রায় ২০% ভোট পরেছে সেই রাজ্যে। কেরলের পড়শি রাজ্য তামিলনাড়ুতেও এদিন ভোট গ্রহণ। এবার কেরলের শবরিমালা বড় ভোটের ইস্যু। আর সেই ইস্যুকে কাজে লাগিয়ে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। সে রাজ্যে বিজেপির প্রচারের মুখ ছিলেন মেট্রো ম্যান কে সুরেন্দ্রণ। অন্যদিকে, এদিন ভোট দিয়ে বেরিয়ে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণাণ বলেছেন, যদি ভগবান ভোটে দিতেন, তাহলে সেই ভোট এলডিএফ জোটের পক্ষেই পড়ত। আম্মা তথা জয়ললিতার অনুপস্থিতিতে এই প্রথমবার বিধানসভা ভোটে লড়ছে তাঁর দল এআইএডিএমকে। এদিন ৬ কোটি ২৮ লক্ষ ৬৯ হাজার ৯৫৫ জন ভোটার রাজ্যের ২৩৪টি আসনের প্রায় ৪ হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে।

Advertisment

বিধানসভা ভোটের সঙ্গে কন্যাকুমারী লোকসভায় এদিন উপনির্বাচন। কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের মৃত্যুতে কেন্দ্রটি ফাঁকা হয়েছে। পুদুচেরিতে এদিন আবার কংগ্রেস বনাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর। বিজেপির সঙ্গে জোট বেঁধে সেই রাজ্যে লড়ছেন রঙ্গস্বামী। কমিশন সুত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত সে রাজ্যে ভোট পড়েছে ২০%-এর কিছু বেশি।

Assam Poll 2021 Second Phase of Assam Poll