Advertisment

‘দেশে প্রতি লক্ষে Covid সংক্রমিত ৫%-এর কম’, স্বস্তি দিয়ে জানাল স্বাস্থ্য মন্ত্রক

দেশজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৭১৪জন। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বাধিক।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, India Corona, west bengal

ভোটের আবহে বঙ্গবাসীর উদ্বেগ কয়েকগুণ বাড়ল।

এখনও পর্যন্ত ২৪ কোটি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। রবিবার জানাল স্বাস্থ্য মন্ত্রক। সুত্রের খবর, দেশে এখন প্রতি লক্ষে সংক্রমিতের সংখ্যা ৫%-এর নীচে। তবে উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্রের সংক্রমণ এবং প্রতি লক্ষে সংক্রমিতের হার। সে রাজ্যে প্রতি লক্ষে ২২.৭৮% সংক্রমিত। এমনটাই প্রেস বিবৃতিতে জানায় স্বাস্থ্য মন্ত্রক।

Advertisment

এদিকে, দেশজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৭১৪জন। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বাধিক। উদ্বেগ বাড়িয়ে ক্রমশ নিম্নমুখী সুস্থতার হার। দৈনিক করোনাজয়ীর সংখ্যা ২৮ হাজার ৭৩৯ জন। দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮৬ হাজার ৩১০ জন।

বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ১৯ লক্ষ ৭১ হাজার ৬২৪ জন। করোনাকে জয় করে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১ কোটি ১৩ লক্ষ ২৩ হাজার ৭৬২ জন।

India reports 62,714 new #COVID19 cases, 28,739 discharges, and 312 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.



Total cases: 1,19,71,624

Total recoveries: 1,13,23762

Active cases: 4,86,310

Death toll: 1,61,552



Total vaccination: 6,02,69,782 pic.twitter.com/RWD288fXEz

— ANI (@ANI) March 28, 2021

গত ২৪ ঘন্টায় ভারতজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। যা গত দিনের তুলনায় বেশি। মোট মৃত ১ লক্ষ ৬১ হাজার ৫১২ জন।

দৈনিক করোনা টিকাকরণের হার ১১ লক্ষ ৮১ হাজার ২৮৯। ২৭ মার্চ পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যা ২৪ কোটি ৯ লক্ষ ৫০ হাজার ৮৪২।

Total number of samples tested up to 27th March is 24,09,50,842 including 11,81,289 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/AvUib3LxNh

— ANI (@ANI) March 28, 2021

করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই উদ্ধব ঠাকরে প্রশাসন রাজ্যের বিভিন্ন শহরে নাইট কার্ফুও জারি করেছে। রাজনৈতিক-ধর্মীয় সহ নানান জমায়েত বন্ধ করা হয়েছে। রাত ৮টার পর সব শপিংমল, দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭২৬। পাঞ্জাবের পাশাপাশি ঝাড়খণ্ডেও ব্যাপকহারে বাড়ছে সংক্রমণ। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। করোনার এই বৃদ্ধি রুখতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত রাজ্যবাসীকে বাড়িতেই হোলি উদযাপনের আবেদন করেছেন।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Maharashtra Corona Covid-19 in India India Corona health Ministry
Advertisment