Advertisment

Covid-19: তামিলনাড়ুর স্কুলে একসঙ্গে ৫৬ জন পড়ুয়া আক্রান্ত, দেশে একদিনে সংক্রমিত ২৫,৩১৭

বিমান যাত্রায় কড়া কোভিড বিধি (Covid Norms) মানতে গাইডলাইন দিল ডিজিসিএ (DGCA)।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid-19, daily Cases, Corona India

৭ মার্চ শেষবার ৪ লক্ষ ছাড়িয়েছিল দৈনিক সংক্রমণ

দেশে বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যে আরও উদ্বেগ বাড়ালো তামিলনাড়ু। সে রাজ্যের একটি সরকারি গার্লস স্কুলে একসঙ্গে সংক্রমিত ৫৬ জন পড়ুয়া। একজন শিক্ষিকারও রিপোর্ট পজিটিভ। এদিকে, সংক্রমণ বৃদ্ধির নিরিখে ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেল ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার এই দেশে প্রায় ৮৬ হাজার সংক্রমিত এবং ২,২১৬ জন মৃত। পাশাপাশি দেশে একদিনে সংক্রমিত ২৫,৩১৭ আর মৃত ১৫৮। দেশে মোট সংক্রমিত ১,১৩,৫৯,০৪৮ আর মৃত ১,৫৮,৬০৭ জন।  

Advertisment

এদিকে, বিমান যাত্রায় কড়া কোভিড বিধি (Covid Norms) মানতে গাইডলাইন দিল ডিজিসিএ (DGCA)। শনিবার জারি করা নির্দেশিকায় অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক এই সংস্থা বলেছে, ‘শুধু মাস্ক থাকলেই হবে না। তা পরতে হবে। ঢাকতে হবে মুখ। বিমানবন্দরে ঢোকা থেকে উড়ানের গন্তব্যে পৌঁছন পর্যন্ত পুরোপুরি মেনে চলতে হবে কোভিড আচরণবিধি। আর সেই নির্দেশের অন্যথা হলে বিমানবন্দর থেকে বার করে দেওয়া হতে পারে অভিযুক্ত যাত্রীকে। সতর্কবার্তায় কান না দিলে নামিয়ে দেওয়া হতে পারে বিমান থেকেও। এমনকি, সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।‘

নির্দেশিকায় বলা হয়েছে, কয়েকদিন যাবৎ কর্তৃপক্ষের নজরে এসেছে অনেক যাত্রী সঠিক কোভিড বিধি মেনে চলছেন না। বিমানবন্দরে ঢোকার সময় তাঁরা সঠিক ভাবে মাস্ক পরছেন না। অনেকে মাস্ক থুতনিতে ঝুলছে। সেভাবেই বিমানবন্দরে ঘুরছেন, অন্যদের সঙ্গে কথা বলছেন। অনবোর্ডিংয়ের সময়েও সেই মাস্ক থুতনিতে ঝুলে থাকে। এমনকি, মানছেন না সামাজিক দূরত্ব বিধি। যেহেতু দেশে এখনও সংক্রমণ সক্রিয়। তাই কোভিড বিধির কারণে মাস্ক পরা বাধ্যতামূলক। কিন্তু অনেকেই দায়সারা ভাবে মাস্ক পরছেন।

ফের বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিরোধে এবার ভোপাল ও ইন্দোরে জারি হতে চলেছে রাত্রীকলীন লকডাউন। আগামিকাল রবিবার বা সোমবারই নয়া নির্দেশিকা জারি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুক্রবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পর্যালোচনা বৈঠক হয়। সেখানেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ বৃদ্ধির হার কমাতেই হবে। তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে।’

মহারাষ্ট্রে কোভিডের হার ঊর্ধ্বমুখী। তাই ট্রেন, বাস বা বিমানে ওই রাজ্য থেকে মধ্যপ্রদ্সে প্রবেশ করলেই যাত্রীদের থার্মাল স্যানিং আবশ্যিক করা হয়েছে। এছাড়াও ক্রমশ শিথিল হয়ে যাওয়া কোভিড বিধি কঠোর করে ফের লাগু করতে প্রশানকে নির্দেশ দিয়েছেন শিবরাজ।

রাজ্যবাসীকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। দূরত্ব বিধি বজায়, মাস্ক পড়ার ক্ষেত্রে প্রশাসনকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। এছাড়াও সচেতনা বৃদ্ধির জন্য প্রসানকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

মহারাষ্ট্র থেকে আগত ব্যবসায়ী ও রাজ্যের জোকানিদের কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে । না মানলেই গুণতে হবে জরিমানা। নজরে থাকছে ভোপাল, গোয়ালিয়র, জবলপুর, ইন্দোর।

মানুষ যাতে ভ্যাকসিন নেয় তার জন্যও সচেতনতা বৃদ্ধির নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এক্ষেত্রে বয়স্ক ও কোমর্বিডদের বিশেষ করে ব্যাকসিন নেওয়ার কথা বলা হয়েছে।

শুক্রবার মধ্যপ্রদেশে ৬০৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে শুধু ইন্দোরে সংক্রমিত ২১৯ ও ভোপালে ১৩৮ জন।

COVID-19 dgca India Corona Tamilnadu
Advertisment