Advertisment

২০০০-পার মৃতের সংখ্যা, ভয়াবহতার চিত্র চোখে জল আনবে

প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
Morocco Earthquake

২০০০-পার মৃতের সংখ্যা, ভয়াবহতার চিত্র চোখে জল আনবে

ভয়াবহ ভূমিকম্পে মরক্কোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হৃদয় বিদারক ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা এখন দুই হাজার ছাড়িয়েছে।

Advertisment

গত ৮ সেপ্টেম্বর রাতে মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ফলে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পরও ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাজার হাজার আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ’য়ে শ’য়ে ভবন ধসে পড়ায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভূমিকম্পের জেরে এত প্রাণহানিতে শোকস্তব্ধ মরক্কোতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, উত্তর আফ্রিকার ওই দেশে এর আগে এত প্রবল ভূমিকম্প হয়নি। আটলাস পর্বতের ৫৬ কিলোমিটার পশ্চিমে ও মারাকেশের থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ওকাইমেডেন এলাকায় ছিল এই কম্পনের উৎসস্থল। ভূমিকম্পটি এতটাই তীব্র ছিল যে পর্তুগাল এবং আলজিরিয়াতেও অনুভূত হয় কম্পন। এই ভূমিকম্পের ১৯ মিনিট পর ফের এক আফটারশকে কেঁপে উঠেছিল সেই দেশের বিস্তীর্ণ অঞ্চল।

G20 সম্মেলনের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মরক্কোকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, সবরকম সাহায্য’র আশ্বাস ভারতের। শক্তিশালী ভুমিকম্পে কমপক্ষে মৃত্যু হয়েছে ২০০০-এর বেশি মানুষের। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মরক্কো জুড়ে শুধুই কান্নার রোল। এর মাঝেই মরক্কোকে সমস্ত রকম সাহায্যর বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী মোদী। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মরক্কোতে ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, একটি বার্তা শেয়ার করেছেন। তাতে মোদী লিখেছেন, ‘ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা।  ভারত মরক্কোকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী।

earthquake
Advertisment