ক্ষতিগ্রস্ত হতে পারে গণতন্ত্র, 'রিমোট ভোটিং'- বিরোধিতায় সরব বেশিরভাগ বিরোধী দল। একাধিক রাজনৈতিক দলের তরফে জানানো হয়েছে এমন ব্যবস্থা চালু হলে ভোট কারচুপির সমূহ সম্ভাবনা থাকবে। কমিশন মনে করছে, 'রিমোট ভোটিং' ব্যবস্থা চালু হলে, ভিনরাজ্যে থেকেও ভোট দিতে পারবেন যে কোনও ভোটার। তার ফলে মানুষের ভোটাধিকারকে আরও সুরক্ষিত করা সম্ভব।
রিমোট ভোটিং সিস্টেম (আরভিএম) নিয়ে আলোচনার জন্য কমিশন ৮টি জাতীয় এবং ৫৭টি রাজ্যস্তরের রাজনৈতিক দলকে নিয়ে এক বৈঠক ডেকেছিল। সূত্রের খবর, বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ প্রায় বেশিরভাগ বিরোধী দলই এই রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরোধিতা করেছে। বিরোধীরা আপত্তি জানানোর পরে, ৩১ জানুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলকে তাদের মতামত জানানোর কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। পরে সেই তারিখ বাড়িয়ে করা হয় ২৮ শে ফেব্রুয়ারি। সম্প্রতি কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘নির্বাচন কমিশনের উচিত সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন ব্যবস্থায় 'রিমোট ভোটিং' নিয়ে আস্থা অর্জন করা।
সিনিয়র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন যে বেশিরভাগ বিরোধী দল নির্বাচন কমিশনের রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন (আরভিএম) প্রস্তাবের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে কারণ এই ব্যবস্থায় নির্বাচনে কারচুপির সম্ভাবনা বেশি। সূত্রের খবর, ভিন রাজ্যের অভিবাসীদের তাদের নির্বাচনী এলাকার বাইরে থেকে ভোট দিতে সক্ষম করার জন্য বিশেষভাবে ডিজাইন করা নির্বাচন কমিশনের রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রস্তাবটি আপাতত স্থগিত করা হয়েছে কারণ প্রায় সমস্ত রাজনৈতিক দল এর বিরোধিতা করছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রস্তাবটির বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে, মুখ্য নির্বাচন কমিশনর রাজীব কুমার ২৯ শে মার্চ বলেছিলেন যে কমিশন প্রায় ৬০টি জাতীয় ও আঞ্চলিক দলের মধ্যে থেকে "সীমিত সংখ্যক দলের প্রতিক্রিয়া পেয়েছে।
এবিষয়ে কমিশনের এক শীর্ষ কর্তা বলেছেন যে ‘বেশিরভাগ দলই ডিসেম্বরে কমিশনের এই পরিকল্পনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, যদিও তারা সম্মত হয়েছিল যে প্রায় ৩০ কোটি নিবন্ধিত ভোটারদের ভোট না দেওয়ার সমস্যার সমাধান করা উচিত। তবে বর্তমান যা পরিস্থিতি তাতে সত্ত্বর এই রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রয়োগ সম্ভব নয়’।
আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এপ্রসঙ্গে জানিয়েছেন জানুয়ারিতে রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন কার্যকর করার জন্য কমিশন যে বৈঠক ডাকে তাতে কমিশনের তরফে বেশ কিছু প্রশ্নের সদুত্তর মেলেনি। কমিশনের সঙ্গে সেদিনের সেই বৈঠক শেষে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন যে যেহেতু দেশে অভিবাসী শ্রমিকদের কোনও সমীক্ষায় করা হয়নি, তাদের কীভাবে চিহ্নিত করা হবে। সেটাই বড় প্রশ্ন। যদিও ৩ ফেব্রুয়ারি লোকসভায় এক প্রশ্নের জবাবে, আইন মন্ত্রক স্পষ্ট জানিয়েছে কমিশন এখনও পর্যন্ত কোনও নির্বাচনে আরভিএম ব্যবহার করার প্রস্তাব দেয়নি।