মাদার ডেয়ারির দামে ছ্যাঁকা, বুধ থেকেই লিটার প্রতি দাম বাড়ছে কত করে?

পলি প্যাক এবং ভেন্ডিং মেশিনের মাধ্যমে প্রতিদিন ৩০ লক্ষ লিটারের বেশি বিক্রি করে মাদার ডেয়ারি।

পলি প্যাক এবং ভেন্ডিং মেশিনের মাধ্যমে প্রতিদিন ৩০ লক্ষ লিটারের বেশি বিক্রি করে মাদার ডেয়ারি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mother Dairy milk prices hike by Rs 2 per litre from Wednesday

দাম বাড়ল মাদার ডেয়ারি।

বাড়াল মাদার ডেয়ারির দাম। সংগ্রহ এবং অন্যান্য উৎপাদন খরচ বৃদ্ধির কারণে মঙ্গলবার দুধ ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থা দাম বৃদ্ধির ঘোষণা করেছে। বুধবার থেকেই বর্ধিত দামে মিলবে আমূল দুধের দাম। এবার থেকে প্রতি লিটার দুধের দাম ২ টাকা হারে বাড়ছে। নতুন দাম সমস্ত দুধের ভেরিয়েন্টের জন্য কার্যকর হবে৷ বুধবার থেকে ফুল ক্রিম দুধের দাম হবে লিটার প্রতি ৬১ টাকা। গরুর দুধের দাম লিটার প্রতি হচ্ছে ৫৩ টাকা। ডাবল টোনড দুধের দাম লিটারে বেড়ে হবে ৪৫ টাকা।

তবে, বাংলায় দুধের দাম অপরিবর্তিত থাকবে বলেই জানা গিয়েছে।

Advertisment

গত মার্চ মাসে মাদার ডেয়ারি দুধের দাম দিল্লি-এনসিআরে প্রতি লিটারে ২ টাকা করে বাড়িয়েছিল।

মাদার ডেয়ারি দিল্লি-এনসিআর বাজারের অন্যতম প্রধান দুধ সরবরাহকারী সংস্থা। পলি প্যাক এবং ভেন্ডিং মেশিনের মাধ্যমে প্রতিদিন ৩০ লক্ষ লিটারের বেশি বিক্রি করে মাদার ডেয়ারি।

India Milk Mother Diary