Mahakaleshwar Temple Fire: হোলির সকালে মর্মান্তিক দুর্ঘটনা! মহাকাল মন্দিরের গর্ভগৃহে ভয়াবহ অগ্নিকাণ্ড, পূজারী সহ জখম ১৩

হোলির সকালে মর্মান্তিক দুর্ঘটনা! মধ্যপ্রদেশের উজ্জয়নের বিখ্যাত মহাকাল মন্দিরের গর্ভগৃহে এ দিন সকালে আগুন লাগে।

হোলির সকালে মর্মান্তিক দুর্ঘটনা! মধ্যপ্রদেশের উজ্জয়নের বিখ্যাত মহাকাল মন্দিরের গর্ভগৃহে এ দিন সকালে আগুন লাগে।

author-image
IE Bangla Web Desk
New Update
ujjain fire

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে 'গুলাল' (আচার ও হোলির সময় ব্যবহৃত রঙিন পাউডার) নিক্ষেপ করার সময় আগুনের সূত্রপাত হয়। (প্রতিনিধিত্বমূলক)

হোলির সকালে মর্মান্তিক দুর্ঘটনা! মধ্যপ্রদেশের উজ্জয়নের বিখ্যাত মহাকাল মন্দিরের গর্ভগৃহে এ দিন সকালে আগুন লাগে। পুজারী সহ কমপক্ষে ১৪ জন অগ্নিদ্বগ্ধ হয়েছেন। ঘটনার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

মধ্যপ্রদেশের উজ্জয়নের বিখ্যাত মহাকাল মন্দিরের গর্ভগৃহে আরতির সময় আগুন লেগে যায়। দুর্ঘটনায় পুরোহিতসহ ১৪ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে উজ্জয়নের জেলাশাসক নীরজ কুমার সিং বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাকাল মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলেছেন।

Advertisment

মুখ্যমন্ত্রী মোহন যাদব আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এক্স-এ , এক পোস্টে বলেছেন, "আজ সকালে বাবা মহাকাল মন্দিরের গর্ভগৃহে আরতির সময় যে দুর্ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আমি সকাল থেকেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। আমি আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি"।

accident