"আমি সেই ভিডিওটি দেছেছি। আমি দুঃখিত, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মানুষ আমার কাছে ঈশ্বরের মতো," দলিত ব্যক্তির পা ধুইয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি। তাতেই মুখ্যমন্ত্রীর মানবিকতাকে ধন্য ধন্য করছেন সকলেই।
Advertisment
দিন কয়েক ধরেই সংবাদ শিরোনামে রয়েছে মধ্যপ্রদেশ। দলিত যুবকের গায়ে মুত্রত্যাগের ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। অবিলম্বে যুবককে গ্রেফতারে দাবিতে সরব হয়ে ওঠেন মানুষজন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সরাসরি ওই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মামলা দায়ের করার কথা বলা মাত্রই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মামলা দায়ের করা হয়।
এদিকে ভিডিও ভাইরাল হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি ওই আদিবাসী ব্যক্তির পা ধুইয়ে দিয়েছেন। সেই সঙ্গে দলিত ওই ব্যক্তির কাছে মুখ্যমন্ত্রী কাতর আর্জি, আমি আপনার কাছে সেই ঘটনার জন্য ক্ষমা চাইছি। মানুষ আমার কাছে ঈশ্বরের মতো”। সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রাওয়াতের কপালে টিকা লাগাচ্ছেন এবং একটি টুলেও ওপর তাকে বসিয়ে তার পা ধোয়ার আগে তিনি ওই ব্যক্তিকে মালা পরিয়ে দিচ্ছেন। বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা ওই দলিত ব্যক্তি পাচ্ছেন কিনা সেই বিষয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী নিজে।
মধ্যপ্রদেশ পুলিশ মঙ্গলবার এই ঘটনায় প্রধান অভিযুক্ত প্রবেশ শুক্লাকে গ্রেফতার করেছে। বুধবার, প্রশাসনের তরফে বুলডোজার দিয়ে শুক্লার বাড়ির একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।