Advertisment

খাবার ‘ছোঁয়ায়’ দলিত যুবককে ‘পিটিয়ে খুন’ মধ্য়প্রদেশে

অভিযুক্ত ২ ব্য়ক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এজন্য় বিশেষ টিম তৈরি করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Dalit man beaten to death for ‘touching food’, দলিত যুবককে পিটিয়ে খুন

অভিযুক্ত ২ ব্য়ক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

খাবারে হাত দেওয়ার ‘অপরাধে’ ২৫ বছর বয়সী এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মধ্য়প্রদেশে। তাঁরই দুই পরিচিত অভিযুক্ত বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য়প্রদেশের ছাতারপুর জেলায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ।

Advertisment

ছাতারপুর পুলিশ সূত্রে খবর, গত ৭ ডিসেম্বর রাতে পার্টি করার জন্য় দেবরাজ অনুরাগিকে নিমন্ত্রণ করা হয়। অনুরাগীর ভাই রামনরেশ জানান, কিশানপুর গ্রামের কাছে একটি জঙ্গলে সন্তোষ পালের সঙ্গে যেতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। আরেক পরিচিত ব্য়ক্তি ভুরা সোনি।

ছাতারপুর পুলিশ সুপার সচিন শর্মা জানিয়েছেন, ‘তিনজনই বন্ধু ছিলেন, একে অপরকে জানতেন এবং তাঁরা মদ্য়প ছিলেন। খাবার নিয়ে বচসা শুরু হয়। তারপরই দু’জন অনুরাগির উপর চড়াও হন’।

আরও পড়ুন: গো-হত্যা রোধে বিল পাস বিধানসভায়, নিষ্ফলা কংগ্রেসের প্রতিবাদ

জখম অবস্থায় বাড়ি ফেরেন অনুরাগি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক মিনিট পর সেখানেই তাঁর মৃত্য়ু হয়। জ্ঞান হারানোর আগে পরিবারের সদস্য়দের অনুরাগি বলেন, সোনি ও পাল তাঁকে মারধর করেছেন।

অভিযুক্ত ২ ব্য়ক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এজন্য় বিশেষ টিম তৈরি করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, ‘শীঘ্রই অভিযুক্তদের পাকড়াও করা হবে’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment