Advertisment

ভুলবশত ছুঁতেই নারকীয় অত্যাচার, দলিত শ্রমিকের মুখে ‘মল-মূত্র’ মাখানোর ভয়ঙ্কর অভিযোগ

ভুলবশত স্পর্শ হতেই মারাত্মক ভাবে হেনস্থা দলিত শ্রমিককে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhopal, Madhya Pradesh, Dalit atrocities, Dalit man in Madhya Pradesh’s Chhatarpur district, Indian Express, India news, current affairs"

ভুলবশত ছুঁয়ে ফেলার অপরাধে দলিত শ্রমিকের গায়ে মাথায় ‘মল’ মাখিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ। গ্রিজ মাখা হাতে পাশের কলে স্নান করা এক উচ্চবর্ণের গাঁয়ে ভুলবশত স্পর্শ হতেই মারাত্মক ভাবে হেনস্থা করা হল এক দলিত শ্রমিককে। কিছু দূরে পড়ে থাকা মানুষের মলমূত্র তুলে এনে মাখানো হয় ওই দলিত শ্রমিককে। ইতিমধ্যেই পুলিশ আটক করেছে রামকৃপাল পটেলকে। দিন কয়েক আগেই প্রস্রাব কাণ্ডে সরগরম হয়ে ওঠে মধ্যেপ্রদেশ। ড্যামেজ কন্ট্রোলে আসরে নামতে হয় খোদ মুখ্যমন্ত্রীকে। এবার আবারও সেই মধ্যপ্রদেশের ছতরপুরেই ঘটে গেল নারকীয় ঘটনা।

Advertisment

ঘটনাত বিবরণ দিতে গিয়ে রীতিমত চোখে মুখে ছিল আতঙ্ক। জানা গিয়েছে দলিত ওই শ্রমিকের নাম দশরথ আহিরওয়ার। অভিযোগটা ঠিক কী? শুক্রবার ছতরপুর জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে একটি গ্রামে পঞ্চায়েতের ড্রেন নির্মাণের কাজ করছিলেন তিনি। সেই সময় সময় ঘটনাটি ঘটে। অভিযুক্ত রামকৃপাল পটেল কাছাকাছি একটি হ্যান্ডপাম্পে স্নান করছিলেন। আহিরওয়ার দাবি করেছেন যে তিনি ভুলবশত নির্মাণ কাজে ব্যবহৃত গ্রীজ মেখে সেই হাত দিয়ে প্যাটেলকে স্পর্শ করেন। এরপরই তার ওপর চালানো হয় নারকীয় অত্যাচার। এমনকী জাতপাত নিয়ে তাকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। আহিরওয়ার অভিযোগ করেন, "আমি বিষয়টি পঞ্চায়েতকে জানিয়েছি। তারা একটি সভাও ডাকে। সেখানে উল্টে আমাকেই ৬০০টাকা জরিমানা করা হয়”।

ঘটনা প্রসঙ্গে পুলিশের সাব-ডিভিশনাল আধিকারিক (SDOP) মনমোহন সিং বাঘেল বলেছেন, "রামকৃপাল প্যাটেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫০৬ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে”। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।

Dalit Madhya Pradesh
Advertisment