Advertisment

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের একটি সংস্থার মালিক ছিলেন শচীন, তথ্য ফাঁস প্যান্ডোরা পেপার্সে

বিশ্বের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংবাদসংস্থার উদ্যোগে বছরের পর বছর ধরে চলা গোপন তদন্তের নথি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mr Sachin Tendulkar, wife, her father, had BVI company, wound up after Panama expose

ক্রিকেটের মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের নাম এল প্যান্ডোরা পেপার্সে। রাজ্যসভার সাংসদ সচিন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের (বিভিআই) একটি অফশোর সম্পত্তির মালিক ছিলেন। ২০১৬ সালে ওই সম্পত্তি লিকুইডেট হয়েছিল। প্যান্ডোরা পেপার্সে ফাঁস চাঞ্চল্যকর এই তথ্য।

Advertisment

বিশ্বের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংবাদসংস্থার উদ্যোগে বছরের পর বছর ধরে চলা এই গোপন তদন্তের নথি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এরইনাম প্যান্ডোরা পেপার্স। তদন্তের নথিতে বিশ্বের তাবড় রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ স্তানীয় ব্যক্তিত্বের গোপন লেনদেনের খবর এবার প্রকাশ্যে চলে এসেছে। রাজনীতিক, অভিনেতা,

ব্যবসায়ী ও অভিজান বিত্তবান শ্রেণির মানুষ গোপনে কত সম্পদ তৈরি করেছেন, সে বিষয়েই এবার একটি তথ্য সামনে এসেছে প্যান্ডোরা পেপার্সের হাত ধরে।প্যান্ডোরা পেপার্সের তদন্তে জানা গিয়েছে, সচিন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও তাঁর শ্বশুর আনন্দ মেহতা ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের (বিভিআই) একটি অফশোর সম্পত্তির মালিক ছিলেন।

আরও পড়ুন- লখিমপুর যাওয়ার পথে আটক প্রিয়াঙ্কা, পুলিশের সঙ্গে বচসা কংগ্রেস নেত্রীর

তাঁদের সংস্থার নাম ছিল সাস ইন্টারন্যাশনাল লিমিটেড। পানামিয়ান ল ফার্ম থেকে এই তথ্য মিলেছে। প্যান্ডোরা রেকর্ডে সচিন ও তাঁর স্ত্রী, শ্বশুরের নামের ওই সংস্থা সাসের প্রথম রেফারেন্সটি মেলে ২০০৭ সালে। সংস্থার মালিকদের আর্থিক সুবিধা সহ যাবতীয় নথি মেলে সংস্থাটি হস্তান্তরের সময় ২০১৬ সালের জুলাই মাস থেকে।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

Sachin Tendulkar
Advertisment