বৃহস্পতিবার প্রয়াত হলেন ভারতের মহান কৃষি বিজ্ঞানী তথা সবুজ বিপ্লবের জনক এমএস স্বামীনাথন। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে সকাল ১১.২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের সূত্রে জানানো হয়েছে বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন এই কৃষি আইকন। বেশ কিছুদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল।
১৯২৫ সালের ৭ আগস্ট জন্মগ্রহণ করেন এই মহান বিজ্ঞানী। ৯৮ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান স্বামীনাথন। তিনি ভারতে সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। স্বামীনাথন কৃষি বিভাগের একজন বিজ্ঞানী ছিলেন। তিনি ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত 'ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ'-এর চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত ছিলেন। কৃষি খাতে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে।
কৃষি বিজ্ঞানী ড. স্বামীনাথন 'সবুজ বিপ্লব'-এর সাফল্যের জন্য দুই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সি. সুব্রামানিয়াম এবং জগজীবন এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। মূলত মিশ্র চাষ, চাষে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ফসলে শংকর প্রজাতির ব্যবহার নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন তিনি। সবুজ বিপ্লব ছিল এমন একটি কর্মসূচি যাতে রাসায়নিক-জৈবিক প্রযুক্তির মাধ্যমে গম ও ধানের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হয়। সবুজ বিপ্লবের কারণে ভারত শস্যক্ষেত্রে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যেতে সক্ষম হয়। সবুজ বিপ্লবের কারণে ভারতের চিত্র বদলে গেছে। স্বামীনাথন তার জীবনে তিনটি পদ্ম পুরস্কার ছাড়াও অনেক পুরস্কারে ভূষিত হন।