গত নভেম্বরে নয়া তিন কৃষি আইন বাতিল করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে গঠন করা হবে কমিটি। বর্তমানে সেই কমিটি গঠন প্রক্রিয়া কতদূর এগিয়েছে? এ দিন সংসদে সাপ্লিমেন্টারি প্রশ্নের জবাবে রাজ্যসভায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, সরকার প্রতিশ্রুতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সরকারকে নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার বিষয়টি পাঁচ রাজ্য়ে নির্বাচনের পরই বিস্তারিতভাবে জানানো যাবে।
তোমারের দাবি ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে কমিটি গঠনের বিষয়টি মন্ত্রকের বিবেচনাধীন। তবে সবাই ঘোষণা হবে ভোটের পর। মন্ত্রীর কথায়, 'গোটাদেশ জানে যে প্রধানমন্ত্রী ফসল বৈচিত্র্য, প্রাকৃতিক চাষ এবং এমএসপি কার্যকর করতে একটি কমিটি গঠনের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ণে
সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি মন্ত্রণাকের বিবেচনাধান।'
তোমারের জাবি, যেহেতু পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, জারি রয়েছে আসন্ন আচরণবিধি, সেহেতু বিষয়ি নিয়ে জানানো যাবে কিনা তা জানতে সরকার কমিশনকে চিঠি দিয়েছিল। জবাবে কমিশন জানায়, 'নির্বাচন শেষ হওয়ার পর কমিটি গঠন করতে হবে।'
Read in English