'আজাদি কা অমৃত মহোৎসব'-এর পরিপ্রেক্ষিতে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে, রাষ্ট্রপতি ভবনের মুঘল উদ্যানের নতুন নাম দেওয়া হল- 'অমৃত উদ্যান'। সংবাদ সংস্থা এএনআই সূত্রে একথা জানা গিয়েছে। রাষ্ট্রপতির উপ বার্তাসচিব নাভিকা গুপ্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি এই খবর জানিয়েছে।
রাষ্ট্রপতি ভবনের সরকারি ওয়েবসাইটে অবশ্য 'মুঘল গার্ডেন' এবং 'অমৃত উদ্যান' দুটো নামেরই উল্লেখ রাখা হয়েছে। বিস্তীর্ণ ১৫ একরজুড়ে বিস্তৃত এই বাগানটি জম্মু ও কাশ্মীরের মুঘল উদ্যান, তাজমহলের চারপাশের বাগান, এমনকী ভারত ও পারস্যের ক্ষুদ্র চিত্রকর্মের অনুপ্রেরণা বহন করে। এমনটাই জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের সরকারি ওয়েবসাইটে।
এই উদ্যান ৩১ জানুয়ারি জনগণের জন্য খুলে দেওয়া হবে। এখানকার উদ্যানগুলো (হার্বাল গার্ডেন, বনসাই গার্ডেন, সেন্ট্রাল লন, লং গার্ডেন এবং সার্কুলার গার্ডেন) ২৬ মার্চ পর্যন্ত প্রায় দুই মাস খোলা থাকবে। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ছয় ঘণ্টার জন্য দর্শকদের বাগান পরিদর্শনের অনুমতি দেওয়া হবে। অনলাইন বুকিংয়ের মাধ্যমে দর্শকরা আগে থেকে বাগান পরিদর্শনের জন্য তাঁদের স্লট বুক করতে পারবেন। বুকিং করা যাবে https://rashtrapatisachivalaya.gov.in বা https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx- ওয়েবসাইটের মাধ্যমে। দর্শকরা হেঁটেও বাগানে প্রবেশ করতে পারবেন। তবে, তাঁদের সুবিধা কাউন্টার এবং স্ব-পরিষেবা কিয়স্কে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
আরও পড়ুন- ত্রিপুরা নির্বাচনে বিজেপির প্রথম তালিকা প্রকাশ, বিপ্লব দেব বাদ, তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী
এই বছরের উদ্যান উৎসবে, অন্যান্য বেশ কয়েকটি আকর্ষণ রয়েছে। তার মধ্যে দর্শকরা ১২টি অনন্য জাতের টিউলিপ দেখতে সক্ষম হবেন। এই টিউলিপগুলো পর্যায়ক্রমে ফোটে। দর্শকরা পরিদর্শনের সময় কোনও বিশেষ ফুল, গাছ সম্পর্কে আরও তথ্য পেতে বাগানে স্থাপিত QR কোডগুলি স্ক্যান করতে পারেন। এমনটাই বলা আছে প্রেস বিজ্ঞপ্তিতে। মুঘল গার্ডেন রাষ্ট্রপতি ভবনের অন্যতম ঐতিহ্য। মুঘল জমানা থেকেই মুঘল গার্ডেনের বিশেষ নাম ছিল। এবারই অবশ্য নতুন নয়। প্রতিবছরই একটা সময়ে মুঘল গার্ডেন দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।
Read full story in English