Advertisment

মহরম উপলক্ষে কড়া নিরাপত্তা কলকাতায়

Security arrangements for Muharram 2018: মহরম উপলক্ষে কলকাতায় কড়া নিরাপত্তার জন্য প্রায় ৬ হাজার পুলিশ কর্মী এদিন মোতায়েন থাকছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
muharram, মহরম

Security arrangements for Muharram 2018: মহরমে কলকাতায় কড়া নিরাপত্তা। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

Muharram in West Bengal: মহরম উপলক্ষে কলকাতা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হল। এদিন সকাল থেকেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে মহরমের তাজিয়া বেরোনোর কথা। মহরমের তাজিয়া ঘিরে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরের বিভিন্ন রাস্তায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকছে পুলিশ। এছাড়াও বিভিন্ন মসজিদের সামনেও মোতায়েন থাকছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেসব রাস্তায় মহরমের তাজিয়া বের করা হবে, সেখানে বাড়তি নজরদারির ব্যবস্থা থাকছে।

Advertisment

মহরম উপলক্ষে কলকাতায় নিরাপত্তার জন্য প্রায় ৬ হাজার পুলিশ কর্মী এদিন মোতায়েন থাকছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মহরমের তাজিয়া ঘিরে যাতে কোনওরকম অশান্তি বা উত্তেজনা না ছড়ায় সেদিকে ভালভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। মহরম উপলক্ষে শহরের নিরাপত্তার স্বার্থে আরও তৎপর হয়েছে কলকাতা পুলিশ। ৬ হাজার পুলিশ মোতায়েনের পাশাপাশি থাকছে কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিম, ফ্লাইং রেডিও স্কোয়াড। এছাড়াও শহরজুড়ে টহল দেবে কলকাতা পুলিশের মোবাইল পেট্রলিং ভ্যান।

আরও পড়ুন, বাগরি মার্কেটের অগ্নিকাণ্ড নিয়ে কি অন্তর্ঘাতের আশঙ্কা সরকারের?

অন্যদিকে, মহরম উপলক্ষে কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়ির অভিমুখ বদল করা হবে বলে জানা গিয়েছে। মহরমের তাজিয়ার জন্য বিভিন্ন রাস্তায় গাড়ি ঘুরপথে চালানো হবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর।

এদিকে, মহরমের দিন সোশাল সাইটে বাড়তি নজর রাখা হচ্ছে। কোনওরকম গুজব বা ভুয়ো খবর যাতে না ছড়ায় সোশাল সাইটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এ ধরনের মেসেজ যাঁরা ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

kolkata police kolkata news
Advertisment