সরাসরি প্রাণনাশের হুমকি মুকেশ আম্বানিকে। ই-মেইলে ২০ কোটি টাকা দাবি করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
দেশের তাবড় শিল্পপতি ও বিলায়েন্স কর্তা মুকেশ আম্বানিকে হত্যার হুমকি ঘিরে শোরগোল পড়ে জ্ঞিয়েছে। ২৭ অক্টোবর, মুকেশ আম্বানিকে একটি ইমেলে এই হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইমেলে ২০ কোটি টাকার দাবিও জানানো হয়েছে। বলা হয়েছে দাবি মত টাকা না পেলে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে শিল্পপতিকে।
প্রাণনাশের হুমকি পেয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ২৭ অক্টোবর একটি ইমেলের মাধ্যমে মৃত্যুর হুমকি পান তিনি। যেখানে ২০ কোটি টাকার দাবি করা হয়েছে শিল্পপতির কাছ থেকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। আইপিসির ধারা 387 এবং 506 (2) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের খুঁজে বের করা হবে।
মুকেশ আম্বানিও গত বছর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। হাসপাতালের পাশাপাশি আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া বোম দিয়ে উড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল অভিযুক্তরা।এমনকি ২০২১ সালে, মুকেশ আম্বানির বাড়ির কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছিল। আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার কাছে গাড়িটি পাওয়া যায়।
পুলিশ গাড়ি থেকে ২০টি জেলটিন স্টিক এবং একটি চিঠি উদ্ধার করে যাতে আম্বানি পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এবারের হুমকি বার্তা ঘিরে ফের শোরগোল পড়ে যায়। ওই ব্যক্তি কোথা থেকে এই হুমকিমূলক মেইল পাঠিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায় নি।