Advertisment

ফোর্বসের বিচারে দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি

ফোর্বসের বিচারে ভারতীয় ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১.৪ বিলিয়ন ডলার।

author-image
IE Bangla Web Desk
New Update
Mukesh Ambani, মুকেশ আম্বানি, Mukesh Ambani news, মুকেশ আম্বানির খবর, Mukesh Ambani tops Forbes’ richest Indian list, দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি, Forbes, ফোর্বস

মুকেশ আম্বানি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ফোর্বস ম্যাগাজিনের বিচারে ভারতে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থান নিজের দখলে রাখলেন মুকেশ আম্বানি। টানা ১২ বছর ধরে ফোর্বসে ভারতীয় ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১.৪ বিলিয়ন ডলার। দেশে আর্থিক মন্দা সত্ত্বেও ধনী ব্যক্তিদের তালিকায় ১ নম্বরে আম্বানি।

Advertisment

src="https://www.youtube.com/embed/W03oTrjH06Y" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

আরও পড়ুন: বিশ্লেষণ: রিলায়েন্স জিও থেকে ফোন করতে ৬ পয়সা লাগবে কেন?

মুকেশ আম্বানির পর ফোর্বসের এই তালিকায় রয়েছেন শিল্পপতি গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৫.৭ বিলিয়ন ডলার। এছাড়া এই তালিকায় এবার ঠাঁই পেয়েছেন হিন্দুজা ব্রাদার্স, পালনজি মিস্ত্রি, উদয় কোটাক, শিব নাদার, রাধাকৃষ্ণন দামানি, গোদরেজ পরিবার, লক্ষ্মী মিত্তল, কুমার বিড়লা।

Read the full story in English

Mukesh Ambani
Advertisment