scorecardresearch

বড় খবর

দাদু হলেন মুকেশ আম্বানি, মেয়ে ইশার কোল আলো করে এলো যমজ সন্তান!

মেয়ের নাম রাখা হয়েছে আদিয়া আর ছেলের নাম কৃষ্ণ।

Mukesh Ambani,Isha Ambani,Nita Ambani,Celeb Couple,Anand Piramal,Celeb Babies,Celeb Twins

মা হলেন ইশা আম্বানি! খুশির খবর নিজেই মিডিয়ার কাছে তুলে ধরলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি আজ সকালেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন।

ইশা আম্বানির বিয়ে হয়েছিল পিরামল গ্রুপের আনন্দ পিরামলের সঙ্গে। ইশা ও আনন্দ এখন যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। শনিবারই যমজ সন্তানের জন্ম দেন ইশা। তিনি আজ সকালেই একটি ছেলে ও একটি মেয়ের জন্ম দিয়েছেন। মেয়ের নাম রাখা হয়েছে আদিয়া আর ছেলের নাম কৃষ্ণ।

উভয় পরিবারের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে ইশার কোল আলো করে জন্ম হয়েছে যমজ সন্তানের। মা ইশা এবং তাঁর দুই সন্তানই সুস্থ রয়েছে। পরিবারের জন্য এটা অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Mukesh ambanis daughter isha gives birth to twins