/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-293.jpg)
খুনে দোষী সাব্যস্ত মুখতার আনসারি, ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ
বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে অপহরণ করে খুনের মামলায় গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারিকে ৫ লক্ষ টাকা জরিমানাও ধার্য করেছে গাজিপুরের সাংসদ-বিধায়ক আদালত।
১৬ বছরের পুরনো একটি মামলায় গাজীপুরের সাংসদ-বিধায়ক আদালত প্রাক্তন বিধায়ক মুখতার আনসারিরকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানাও ধার্য করেছে। ২০০৫ সালের এর নভেম্বরে গাজিপুরের বাসানিয়া চট্টিতে তৎকালীন বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাই-সহ খুন হন ৭ জন। এই ঘটনায় নাম জড়ায় মুখতার আনসারি, ভাই আফজল ও শ্যালক এজাজুল হকের।
মুখতার আনসারি বর্তমানে উত্তরপ্রদেশের বান্দা জেলে বন্দি রয়েছেন। তবে গত ১৫ এপ্রিল এ বিষয়ে রায় সংরক্ষণ করে আদালত। কিন্তু শনিবার আদালত তার রায় ঘোষণা করে। রায় ঘোষণার আগে গাজীপুরে আদালতের বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতের বাইরে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। মুখতার আনসারি একাধিকবার মৌ বিধানসভা আসন থেকে ৫ বার বিধায়ক হয়েছেন তিনি। ১৯৮৬ সালে উত্তরপ্রদেশে অপরাধ দমনের উদ্দেশ্যে গ্যাংস্টার আইন কার্যকর করা হয়। সেই আইনেই মুখতার আনসারির বিরুদ্ধে রায় শোনায় গাজীপুরে আদালত।