নয়া সংসদ ভবন উদ্বোধন মোদীর, প্রতিষ্ঠিত সেঙ্গল। ইতিহাসে সাক্ষী থাকলো তামাম ভারতবাসী। রবিবার অর্থাৎ ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ৭.১৫ মিনিটে এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বৈদিক আচার অনুষ্ঠানে মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে ৭ ঘণ্টা ধরে।
নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে সংসদ ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। এ সময় তিনি প্রথমে জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তির সামনে হাতজোড় করে প্রণাম করেন। এরপর আনুষ্ঠানিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নতুন সংসদ ভবনে প্রথমে সেঙ্গোল প্রতিষ্ঠা করা হয়। মন্ত্র উচ্চারণের মধ্যে, প্রধানমন্ত্রী মোদী সম্পূর্ণ আচার-অনুষ্ঠান মেনে পূজার অনুষ্ঠানে অংশ নেন। এই সময় লোকসভার স্পিকার ওম বিড়লাও তাঁর সঙ্গে নতুন সংসদ ভবনের উদ্বোধনে পুজোয় বসেন। প্রায় এক ঘণ্টা ধরে চলে পূজাপাঠ।
দুই ধাপে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিশেষ পুজো ও আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনের লবিতে এক প্রার্থনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মোদী সংসদ ভবন প্রাগন থেকে বের হবেন। এরপরের পর্বের অনুষ্ঠান শুরু হবে বেলা সাড়ে ১১টায়। বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিকে সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আজ রবিবার দুপুর ১টায় ৭৫ টাকার কয়েন ও একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। সেই সঙ্গে দুপুর ১টা বেজে ১০ মিনিটে মোদীর ভাষণ পর্ব শেষে দুপুর ২টোয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি।
আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে বয়কটের ডাক দিয়েছে বিরোধী দলগুলি। তবে তারই মাঝে ভারতীয় রীতি ও ঐতিহ্য মেনে অনুষ্ঠানে আয়োজন করা হয় নয়া সংসদ ভবনে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা যোগ দিলেন সর্বধর্ম প্রার্থনায়। আজকে সংসদ ভনের উদ্বোধনের আগে সেঙ্গলের সামনে সাষ্ঠাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে লোকসভার স্পিকারের আসনের পাশে সেই সেঙ্গল প্রতিষ্ঠিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল একটি সোনার রাজদণ্ড।