কুল্লুতে ভয়াবহ দৃশ্য, তাসের মতো ভেঙে পড়েছে বহুতল ভবন। দুর্যোগের ভয়াবহতায় চমকে উঠল সকলেই। ভয়ঙ্কর ভূমিধসের কবলে হিমাচলের কুল্লু। সামনে এসেছে ভয়ঙ্কর দৃশ্য। চোখের নিমেষেই ভেঙে পড়ল বহুতল ভবন। বৃহস্পতিবার সকালে ভয়াবহ এই দুর্যোগের সাক্ষী থাকলো হিমাচলের কুল্লু। তাসের মতো ভেঙে পড়ে বহু বাড়ি। একের পর এক বাড়িঘর চোখের সামনে ভেঙে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। কোটি কোটি টাকার সম্পত্তি চোখের সামনে ধ্বংস হয়ে যায়। মাত্র সপ্তাহ খানেক আগেই বাড়িগুলি খালি করা প্রশাসনের তরফে।
হিমাচল প্রদেশে অব্যাহত বৃষ্টি। গত ৩৬ ঘণ্টা ধরে রাজ্যে একটানা বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত জনজীবন। রাজ্যের বহু এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি হড়পা বান, ভূমিধসের ঘটনা ঘটেছে। এদিকে, কুল্লু থেকে একটি ভয়ঙ্কর দৃশ্য সামনে এসেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল একাধিক বাড়িঘর।
কুল্লুতে টানা ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সিমলার কৃষ্ণ নগরের মতোই একটি বাড়ি ভেঙে পড়ার ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে কুল্লুর আনি মহকুমার বাসস্ট্যান্ডের কাছে চারটিরও বেশি বাড়ি তাসের মতো ভেঙে পড়েছে। বাড়িগুলিতে ফাটল দেখা দিলে এক সপ্তাহ আগে বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলেই জানা গিয়েছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশের শীর্ষ কর্তারা। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। দুটি বাড়ি ইতিমধ্যেই খালি করা হয়েছে এবং আজ সকালে একটি বাড়ি খালি করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ-প্রশাসন।