Advertisment

একের পর এক স্কুলে বোমাতঙ্ক! শহর জুড়ে তোলপাড়, চরম উদ্বেগে অভিভাবকরা

হুমকি বার্তা পাওয়ার পর অভিভাবক ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengaluru, bomb threat, India News in Hindi, Latest India News Updates

একের পর এক স্কুলে বোমাতঙ্ক! শহর জুড়ে তোলপাড়, চরম উদ্বেগে অভিভাবকরা

বেঙ্গালুরুর ১৫টি স্কুল উড়িয়ে দেওয়া হুমকি। ইমেলের মাধ্যমে পাঠানো হল ভয়ঙ্কর বার্তা। শহর জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। ইতিমধ্যে একাধিক স্কুলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও কোন সন্দেহজনক বস্তু মেলেনি। হুমকি বার্তা পাওয়ার পরই স্কুলের সামনে ভিড় জমান অভিভাবকরা।

Advertisment

বেঙ্গালুরুর প্রায় ১৫টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে সব স্কুলে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ বিষয়টির তদন্তে নেমেছে। বোমা হামলার হুমকি পাওয়ার পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ তৎপর রয়েছে।

বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে স্কুল। হুমকি বার্তা পাওয়ার পর অভিভাবক ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা স্কুলের সামনে ভিড় জমান। গত বছরও প্রায় ৩০টি স্কুল বোমা হামলার হুমকি দিয়ে একটি সতর্কবার্তা আসে। হুমকিকে ইমেলকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং স্কুলগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ইমেলে দাবি করা হয়েছে যে স্কুল চত্বরে বিস্ফোরক রাখা রয়েছে। ঘটনার কথা সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। এরপর সব স্কুলে তল্লাশি চালানো হয়। কোন সন্দেহজনক বস্তু মেলেনি।

bengaluru
Advertisment