Advertisment

আর ঘুমোবে না মুম্বই, এবার থেকে সারারাত শপিং মল-মাল্টিপ্লেক্স-রেস্তোরাঁ খোলা

তবে রাতে শপিংমল, মাল্টিপ্লেক্স, দোকান খোলা রাখা বাধ্যতামূলক নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai nightlife,মুম্বই, মুম্বাই, মুম্বইয়ের নাইটলাইফ, মুম্বই ২৪৭, mumbai 247, মুম্বইয়ে শপিং মল সারারাত খোলা থাকবে, mumbai maximum city, mumbai 24*7 life, আদিত্য ঠাকরে মুম্বইস aaditya thackeray mumbai, mumbai malls open round the clock, মুম্বইয়ে রাতভর খোলা থাকবে দোকান, মুম্বইয়ের খবর

মুম্বইয়ে সারারাত খোলা থাকবে শপিং মল, দোকান। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সারারাত ধরে এবার সিনেমা হলেই সিনেমা দেখতে পারবেন। মন চাইলে গভীর রাতে শপিং মলে গিয়ে কেনাকাটাও সারতে পারবেন। বাণিজ্য বাড়াতে এবার ঘুম উড়ল বাণিজ্যনগরীর। এবার থেকে মুম্বইয়ে রাতভর খোলা থাকবে শপিং মল, মাল্টিপ্লেক্স, দোকান, রেস্তোরাঁ। বুধবার এমনই এক প্রস্তাবে সিলমোহর দিল মহারাষ্ট্রের মন্ত্রিসভা। আগামী ২৭ জানুয়ারি থেকে মায়ানগরীতে সারারাত খোলা থাকবে শপিং মল, খাবারের দোকান। আয় বাড়ানোর লক্ষ্যেই রাত জেগে ব্যবসা চলবে বাণিজ্যনগরীতে।

Advertisment

আরও পড়ুন: সিএএ-তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব

এ প্রসঙ্গে মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে বলেন, ‘‘২৭ জানুয়ারি থেকে শপিং মল, মাল্টিপ্লেক্স, দোকান, রেস্তোরাঁ খোলা থাকবে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে, নরিম্যান পয়েন্টের মতো নন-রেসিডেন্সিয়াল এলাকাতেও রাতে খোলা থাকবে দোকানপাট’’। তবে রাতে শপিংমল, মাল্টিপ্লেক্স, দোকান খোলা রাখা বাধ্যতামূলক নয়। আদিত্যের কথায়, ‘‘কেউ যদি মনে করে থাকেন যে, রাতে দোকান খোলা রাখলে ব্যবসা ভাল হবে, চাইলে তাঁরা এবার থেকে তা করতে পারবেন’’।

আরও পড়ুন: জেএনইউ-র সার্ভার রুমে ৩ জানুয়ারি ভাঙচুর হয়নি, আরটিআইয়ের উত্তরে জানাল বিশ্ববিদ্যালয়

এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও কর্মসংস্থান বাড়বে রাজ্যে, আয় বাড়বে। এ প্রসঙ্গে আদিত্য ঠাকরে বলেন, ‘‘অনেকে রাতের শিফটে কাজ করেন। অনেক পর্যটকরা আসেন। রাত ১০টার পর তাঁদের যদি খাবারের প্রয়োজন হয়, তাহলে কোথায় যাবেন তাঁরা?’’। উল্লেখ্য, একই ধরনের উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল। ২০১৭ সালে সে রাজ্যের বিজেপি সরকার এমন পরিকল্পনাই নিয়েছিল। কিন্তু সে সময় এর বিরোধিতা করেছিল পুলিশ।

Read the full story in English

national news
Advertisment