Advertisment

বৃক্ষনিধন ঘিরে তুলকালাম মুম্বইয়ের অ্যারে কলোনি, ধৃত ২৯

মেট্রো রেলের কারশেড তৈরির জন্য গাছ কাটার কাজ শুরু করেছে মুম্বই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। সমাজকর্মীদের অভিযোগ, কমপক্ষে হাজার খানেক গাছ কাটা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
aarey, অ্যারে, aarey protest, অ্যারে কলোনিতে বিক্ষোভ, aarey mumbai, অ্যারে মুম্বই, অ্যারে মুম্বাই, mumbai aarey, mumbai aarey protest, aarey forest protest, বৃক্ষনিধন, গাছ কাটা, aarey forest mumbai news, mumbai news, মুম্বইয়ের খবর, mumbai aarey news, mumbai goregaon east, mumbai goregaon east news, mumbai aarey colony, mumbai aarey colony news, mumbai aarey colony protest, mumbai aarey forest protest, mumbai aarey forest news

মুম্বইয়ের অ্যারে কলোনি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বৃক্ষনিধনকে গিরে ধুন্ধুমার বাণিজ্যনগরী। মেট্রো রেলের কারশেড নির্মাণের জন্য গাছ কাটার বিরোধিতা জানিয়ে বিক্ষোভে নেমেছেন বহু সমাজকর্মী। ইতিমধ্যেই ২৯ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আটক করা হয়েছে আরও অনেককে। মুম্বইয়ের অ্যারে কলোনি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। জানা যাচ্ছে, শুক্রবার রাত থেকেই গাছ কাটা শুরু হয়েছে। আর এর প্রতিবাদেই সোচ্চার হয়েছেন সমাজকর্মীরা।

Advertisment

মেট্রো রেলের কারশেড তৈরির জন্য গাছ কাটার কাজ শুরু করেছে মুম্বই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। সমাজকর্মীদের অভিযোগ, কমপক্ষে হাজার খানেক গাছ কাটা হয়েছে। এক বিক্ষোভকারীর অভিযোগ, ‘‘পুলিশ আক্রমণ চালাচ্ছে। বিক্ষোভস্থলে আদিবাসীদেরও ছাড় দেয়নি পুলিশ। পুলিশ অনেককে আটক করে বিভিন্ন থানায় নিয়ে গিয়েছে’’। এ ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআইকে পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘২৯ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৬ জন মহিলা। ধৃতদের অনেকে পুলিশ কর্মীদের উপর আক্রমণ চালিয়েছেন’’।

আরও পড়ুন: ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর লখনউয়ে বলেন, দিল্লিতে মেট্রোর নির্মাণকাজের জন্যও গাছ কাটা হয়েছিল। ওই এলাকায় যা গাছ ছিল তার দ্বিগুণ বৃক্ষরোপণ করে দেবে সরকার।

উল্লেখ্য, মেট্রোর কারশেড নির্মাণের জন্য ২ হাজার ৬৪৬টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। পুরসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন এক সমাজকর্মী। কিন্তু ওই সমাজকর্মীর আবেদন নাকচ করে দেয় আদালত। এরপরই গাছ কাটার কাজ শুরু করে মুম্বই মেট্রো রেল কর্তৃপক্ষ।

Read the full story in English

national news
Advertisment