বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় আট যাত্রী বহনকারী একটি প্রাইভেট জেট রানওয়ে থেকে ছিটকে যায়। এতে ওই উড়ানের দুই পাইলট গুরুতর জখম হয়েছেন। বরাতজোরে রক্ষা পেয়েছেন ৬ যাত্রী।
ঘটনার পর, মুম্বাই বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত উড়ান গোয়া ও আমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয়। অবিরাম বৃষ্টির কারণে রানওয়েতে দৃশ্যমানতা ৭০০ মিটারের থেকে কম ছিল। দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট উড়ানটির মালিকা দিলীপ বিল্ডকন, তাঁর একটি নির্মাণকারী সংস্থা রয়েছে।
ভাইজ্যাক থেকে মুম্বই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে অবতরণের সময় “VSR Ventures Learjet 45 এয়ারক্রাফ্ট VT-DBL অপারেটিং ফ্লাইটটির চাকা পিছলে যায়। বিমানটিতে ৬ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য ছিলেন। প্রবল বৃষ্টির ফলে দৃশ্যমানতা ছিল 700 মিটারের কম।” বিবৃতি দিয়ে এমনটা জানিয়েছে ডিজিসিএ-র এক কর্তা।
মুম্বই বিমানবন্দরের মুখপাত্র বলেছেন, “কোন হতাহতের খবর নেই। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারসাইড টিম সাইটে ক্লিয়ারেন্সে সহায়তা করার জন্য রয়েছে।”