/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-56.jpg)
26/11 মুম্বই হামলার 'মাস্টারমাইন্ড' হাফিজ সইদ এখন কোথায়? বিস্ফোরক তথ্য তুলে ধরল রাষ্ট্রসংঘ
কুখ্যাত সন্ত্রাসী ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছে রাষ্ট্রসংঘ। মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইণ্ড এবং নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদ পাকিস্তান সরকারের হেফাজতেই রয়েছে। সাতটি সন্ত্রাসবাদী মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি ৭৮ বছরের কারাদণ্ড ভোগ করছেন। রাষ্ট্রসংঘ তাদের নতুন তথ্যে এ খবর জানিয়েছে।
২০০৮ সালের ডিসেম্বরে হাফিজকে ‘গ্লোবাল টেররিস্ট’ তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতেও রয়েছে লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। রাষ্ট্রসংঘ জানিয়েছে সইদ বর্তমানে পাক সরকারের হেফাজতে রয়েছেন এবং সন্ত্রাসসে অর্থায়ন সম্পর্কিত সাতটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে ১২ ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে ৭৮ বছরের কারাদণ্ড ভোগ করছেন। মুম্বই হামলা ছাড়াও সাতটি সন্ত্রাসবাদী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সইদ।
STORY | Mumbai terror attack mastermind Hafiz Saeed in Pak govt custody serving 78-year imprisonment sentence: Updated UN information
READ: https://t.co/nwuPAvHrxfpic.twitter.com/0hqXiUybRb— Press Trust of India (@PTI_News) January 9, 2024
হাফিজ সইদ মুম্বই হামলার জন্য অভিযুক্ত। এ ছাড়া তাকে অনেক সন্ত্রাসী ঘটনায় অভিযুক্ত করা হয়েছে এবং ভারতে সরকার তাকে মোস্ট ওয়ান্টেড বলে ঘোষণা করেছে।প্রতিবেদন অনুসারে ডিসেম্বরে, ভারত পাকিস্তানের কাছে মুম্বই হামলার মাস্টারমাইন্ড সাইদকে প্রত্যর্পণ করতে বলে। সইদ বিভিন্ন সন্ত্রাসবাদী মামলায় ভারতে ওয়ান্টেড তালিকায় রয়েছে।হাফিজ সইদ 26/11 মুম্বই হামলার প্রধান অভিযুক্ত। এছাড়াও কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী হামলার মূল অভিযুক্ত তিনি ।