Mumbai Hit And Run Case: পুনে কাণ্ডের ছায়া! বনেটে ঝুলছেন মহিলা, টেনে হিঁচড়ে নিয়ে গেল চালক! মৃত্যুতে ধুন্ধুমার। এই ঘটনায় জড়িয়েছে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার নেতার ছেলে মিহির শাহের নাম। এই ঘটনায় এবার 'অ্যাকশনে' নেমেছে মুম্বই পুলিশ। শিবসেনার নেতার ছেলে মিহির শাহের বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট সার্কুলার (এলওসি)।
পিছন থেকে সজোরে এক দম্পতির স্কুটিতে ধাক্কা মারে একটি BMW গাড়ি। ঘটনার জেরে মৃত্যু হয় মহিলার। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ। ওয়ারলিতে এই ঘটনা উস্কে দিয়েছে পুনের পুনের কল্যাণীনগরের 'হিট অ্যান্ড রানে'র ঘটনা। এই বিষয়ে, ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, মিহিরের বিরুদ্ধে ইতিমধ্যে এলওসি জারি করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে তিনি গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।
আরও পড়ুন : < Puri’s Jagannath Rath Yatra: রথযাত্রায় পুরীতে মর্মান্তিক দুর্ঘটনা, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ভক্তের, আহত অনেকে >
মামলায় অভিযুক্ত মিহির শাহের বাবা রাজেশ শাহ ও গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি জেরা করা হচ্ছে মিহিরের বান্ধবীকেও। যদিও মিহির এখনও পলাতক।