মুম্বইতে একধাক্কায় অনেকটাই কমল সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে মঙ্গলবার মুম্বইতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০৩ একই সঙ্গে কমে এসেছে রাজ্যের সংক্রমণও। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৩৭২ জন। মৃত্যু হয়েছে ৯৮ জনের। মুম্বইতে পজিটিভিটি রেট নেমে এসেছে ১.৫৬ শতাংশে।
গত জানুয়ারিতে এই রেট ২৯ শতাংশেরও বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার পরীক্ষা হয়েছে ৫১ হাজার ৮৯২ টি। মঙ্গলবার মুম্বইতে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮হাজার ৮৮৮, যা ১৩ জানুয়ারী পর্যন্ত এক লক্ষেরও বেশি ছিল। ওয়ার্ড-ভিত্তিক সাত দিনের বৃদ্ধির হার ০.১৪ শতাংশে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৯১হাজার ৫২৪। ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে সকল কনটেনমেন্ট জোন।
সোমবার মুম্বইতে কোভিড রোগীদের জন্য বরাদ্দ ২৩ হাজার শয্যার মধ্যে মাত্র ২হাজার ৩৬টি শয্যায় রোগী ভর্তি রয়েছেন। ৩,০৯৮ টি আইসিইউ শয্যার মধ্যে রোগী ভর্তি রয়েছেন মাত্র ৬৭৭ জন অন্যদিকে, ভেন্টিলেটর সহ ১,৫২৬ টি শয্যার মধ্যে ৪৩৫ টি শয্যায় রোগী ভর্তি আছেন।