দক্ষিণ মুম্বইয়ের লোয়ার-পারেলের লালবাগে একটি বহুতল আবাসনের শুক্রবার দুপুরে আগুন লাগে। ৬৪ তলার সেই বহুতলের ২০ তলায় আগুন লেগেছে। যা কিছুক্ষণের মধ্যেই ওই বহুতলের অন্যান্য তলায় ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ১২টি ইঞ্জিন বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এটি ‘লেভেল ৪’ স্তরের অগ্নিকাণ্ড বলে দাবি করছে দমকল বাহিনী।
এই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম অরুণ তিওয়ারি। তাঁকে কেইএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দমকলসূত্রে খবর, আগুনের হাত থেকে বাঁচতেই ওই ব্যক্তি বারান্দা টপকে নীচে নামার চেষ্টা করছিলেন, কিন্তু হাত ফসকে পড়ে যান তিনি। তারপরই মৃত্যু হয় তাঁর।
ওই বহুতলে বেশ কয়েক জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি বলে দমকল সূত্রে খবর।
আগুনের তীব্রতা এতটাই যে কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন