Mumbai Ice Cream Case: অনলাইনে আইসক্রিম অর্ডার করে তা খেতে গিয়ে আঁতকে উঠলেন এক যুবক। মুম্বইয়ের মালাড এলাকার এক ব্যক্তি অভিযোগ করেছেন যে তিনি অনলাইনে অর্ডার করা কোন আইসক্রিম পেরেক সহ একটি মাংসের টুকরো পেয়েছেন, বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।
এটি মানুষের আঙুলের টুকরো বলে সন্দেহ করা হলেও এটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঠিক কী ঘটেছিল? অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন বছর ২২-এর পেশায় চিকিৎসক এক যুবক। কোন আইসক্রিম খেতে গিয়েই তার মুখে কিছু একটা বাঁধে। তিনি তা না গিলে বের করে দেখেন ভিতরে রয়েছে মানুষের নখ। তার পর বুঝতে পারেন, আস্ত একটি কাটা আঙুল আইসক্রিমের ভিতরে রয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে দুপুরের খাবারের পরে আইসক্রিম খাওয়ার সময়, যুবক আইসক্রিমে বাটারস্কচ স্বাদের আইসক্রিমের মধ্যে মানুষের কাটা আঙুল খুঁজে পেয়েছেন বলে অভিযোগ। হাফ ইঞ্চির ওই আঙ্গুল নিয়ে তিনি ছোটেন স্থানীয় থানায়। আইসক্রিম প্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি সেই ভিডিও ইনস্টাগ্রাম পেজেও আপলোড করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ আইসক্রিম কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।
আরও পড়ুন : < Success Story: প্রতিবন্ধকতাকে থোড়াই কেয়ার! হুইল চেয়ারে বসেই সাফল্যের চূড়ায়, প্রীতমের জার্নি চমকে দেবে! >
এবিষয়ে তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, এই মামলার তদন্ত চলছে। তবে আইসক্রিমের মধ্যে যেটা পাওয়া গিয়েছে তা মাংসের টুকরো, মানুষের আঙুলের একটি টুকরো বলে সন্দেহ করা হচ্ছে, এটি মানবদেহের একটি অংশ কিনা তা নিশ্চিত করার জন্য ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে," ।