করোনার সঙ্গে লড়াইয়ে টিকার গুরুত্ব অপরিহার্য সেকথা বারে বারেই বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। টিকাদানের ক্ষেত্রে রেকর্ড গড়ল বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। মঙ্গলবার বিএমসি এক বিবৃতিতে জানিয়েছে, মুম্বইয়ে ১৮ ঊর্ধ্ব সকলেই করোনা টিকার দুটি ডোজ পেয়েছেন। মুম্বই, দেশের প্রথম বড় শহর যে তার মোট জন সংখ্যার ১০০ শতাংশ মানুষকেই টিকার আওতায় নিয়ে এসেছে। এব্যাপারে বিএমসির এক আধিকারিক জানিয়েছেন, মুম্বই শহরে এখনও পর্যন্ত ৯২.৩৯ লাখ প্রাপ্ত বয়স্ক মানুষকে টিকার দুটি ডোজ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।
বিএমসি অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি বলেছেন “এটা সত্যিই আমাদের জন্য গর্বের মুহূর্ত। আমরা ধীরে ধীরে টিকাকরণের গতি বাড়িয়েছি। এখন, আমাদের ৩৮৫ টিরও বেশি টিকা কেন্দ্র রয়েছে। টিকাদানের কাজে অবসরপ্রাপ্ত নার্সদেরও আমরা নিয়োগ করেছি”।
বিএমসির এক সিনিয়ার আধিকারিক জানিয়েছেন, ১৮ ঊর্ধ্ব জনসংখ্যার ১,০২,৯৬,৯১৭টি প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১২ বছর বয়সীদের মধ্যে টিকাদানের হার ৯৩ শতাংশ। মোট লক্ষ্যমাত্রা ১,০২,৪৪,৮৪৩ জনের মধ্যে ৯৪,৯২,৫১১ জনকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
মুম্বাই গত অক্টোবরে ৫০ শতাংশ টিকাদানের কাজ শেষ করে। ২০২১ সালের জানুয়ারিতে গণ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২.০৫ কোটি কোভিড -১৯ টিকার ডোজ দেওয়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। যার মধ্যে রয়েছে ৪.১৫ লাখ তৃতীয় ডোজ (সতর্কতামূলক ডোজ)।
Read story in English