Advertisment

মুম্বইয়ে শুরু লোকাল ট্রেন, যাত্রী বাছাইয়ের ভার রাজ্য-পুরনিগমের হাতে

টিকিটের লাইনে সামাজিক দূরত্ববিধি বাজায় রাখাকে কেন্দ্র করে রেল-মহারাষ্ট্র সরকারের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবা চালু হল। তবে শুধুমাত্র রাজ্য সরকার নির্ধারিত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। সাধারণ যাত্রীরা লোকাল ট্রেন যাত্রার সুবিধা পাবেন না। রবিবার রাতেই মধ্য এবং পশ্চিম রেলের তরফে তা জানানো হয়।

Advertisment

লোকাল ট্রেন চালু হওয়ায় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রায় দেড় লক্ষ মানুষের সুবিধা হবে। রেল কর্তারা জানিয়েছেন, সরকার ও বৃহন্মুম্বই পুরনিগম নির্ধারিত সরকারি-বেসরকারি জরুরি পরিষেবার কর্মী, স্বাস্থ্যকর্মীরা ট্রেনে চড়ার সুযোগ পাবেন। নজরদারি কঠোর করা হয়েছে।

মুম্বইয়ের লাইফলাইন ফের চালু করা নিয়ে বৈঠকে বসেছিলেন বৃহন্মুম্বই পুরনিগম, মধ্য এবং পশ্চিম রেলের কর্তারা। সেই প্রস্তাব রেল মন্ত্রকে পাঠানো হয়েছিল। রবিবার সন্ধ্যায় লোকাল ট্রেন চালানোয় সবুজ সংকেত দেয় রেল মন্ত্রক। প্রাথমিকভাবে মধ্য রেলওয়ে প্রায় ২০০ টি ট্রেন এবং পশ্চিম রেল ৭৩ জোড়া ট্রেন চালাতে পারে।

শ্রমিক স্পেশালের মতোই রেলের তরফে মহারাষ্ট্র সরকারের কাছে রাজ্য সরকারের কর্মীদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে টিকিটের ভাড়াও আগে মেটাতে অনুরোধ জানানো হয়। এক রেল কর্তার কথায়, 'জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচয়পত্র এক ধরনের দেখতে নয়। ফলে এটা সমস্যা সৃষ্টি করতে পারে।'

যদিও রেল সূত্রে খবর, রাজ্য সরকার টিকিটের টাকা বা কর্মীদের তালিকা তাদের দেয়নি। তাই বৈধ পরিচয় পত্র দেখিয়েই লাইন দিয়ে টিকিট কিনেই যাত্রীদের ট্রেনে উঠতে হবে। ফলে, সামাজিক দূরত্ববিধি কতটা মানা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, বৃহন্মুম্বই পুরনিগমকে নোডাল এজেন্সি করে ই-পাসের ব্যবস্থা করার বিবেচনা করছে রেল। মুম্বই পুলিশকে একটি পোর্টাল তৈরির কথা বলা হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway mumbai
Advertisment