Advertisment

বর্ষবরণের সেলিব্রেশনের মাঝেই শহর উড়িয়ে দেওয়ার হুমকি, জারি হাই অ্যালার্ট

হুমকি ফোন পাওয়ার পরই শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Mumbai high alert, bomb threat call received in Mumbai, Mumbai Police Control Room, New Year celebrations Mumbai,

বর্ষবরণের সেলিব্রেশনের মাঝেই শহর উড়িয়ে দেওয়ার হুমকি, জারি হাই অ্যালার্ট

বর্ষবরণের সেলিব্রেশনের মাঝেই উড়িয়ে দেওয়া হবে মুম্বই, এমনই এক হুমকি ফোন পেয়ে রাতের ঘুম উড়েছে মুম্বই পুলিশের। বিস্ফোরণের হুমকি ফোন পাওয়ার পরই শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Advertisment

শনিবার সন্ধ্যায় মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে যাতে দাবি করা হয়, নববর্ষ উদযাপনের সময় শহরে বিস্ফোরণ ঘটবে। এরপরই শহরের সর্বত্র বাড়ানো হয়েছে নিরাপত্তা।পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে ফোন কলটি আসে। বিশদ বিবরণ অনুসারে, "মুম্বইতে বিস্ফোরণ হবে" দাবি করে এবং ফোনটি কেটে দেওয়া হয়।

এই বিষয়ে পুলিশের এক মুখপাত্র বলেছেন যে ফোন কল পাওয়ার পর বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে ফোনে হুমকি বার্তা দিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ।এদিকে, নববর্ষ উদযাপনের কথা বিবেচনা করে মুম্বই পুলিশ শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে।

Mumbai Police
Advertisment