/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-263.jpg)
আপনি কি বিজেপি করেন? সাংবাদিককে সটান প্রশ্ন রাহুলের
আপনি কি বিজেপি করেন? সাংবাদিককে সটান প্রশ্ন রাহুলের, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি মুম্বই প্রেস ক্লাবের ।সাংবাদিককে প্রকাশ্যে অপমান করার জন্য এবার রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে মুম্বই প্রেস ক্লাব।
এআইসিসি সদর দফতরে সাংবাদিক সম্মেলনে সাংবাদিককে অপমান করার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব মুম্বই প্রেস ক্লাব। সংবাদ সম্মেলনের সময়, সাংসদ পদ বাতিলের এক প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী সটান এক সাংবাদিকের বিরুদ্ধেই সরব হন। তিনি ওই সাংবাদিককে বলেন, “আপনি কী বিজেপি করেন? তাহলে পার্টির ব্যাজ পরুন। সাংবাদিক হওয়ার ভান করবেন না”।
রাহুলের এই আচরণের তীব্র নিন্দা জানানো হয়েছে মুম্বই প্রেস ক্লাবের তরফে পাশাপাশি প্রকাশ্যে সাংবাদিককে লাঞ্ছিত করার জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে মুম্বই প্রেস ক্লাবের তরফে।
The Mumbai Press Club deplores Congress leader Shri Rahul Gandhi for humiliating a journalist while addressing a press conference at his party office on Saturday morning.@RahulGandhipic.twitter.com/pOBkfmZQoK
— Mumbai Press Club (@mumbaipressclub) March 25, 2023
ঠিক কী বলেছেন কংগ্রেস নেতা?
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী তাকে বলেন, “আপনি যদি বিজেপির হয়ে কাজ করেন তবে বিজেপির প্রতীক পরে আসুন। সাংবাদিক হওয়ার ভান করবেন না,”। রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে মুম্বই প্রেস ক্লাব। রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে মুম্বচই প্রেস ক্লাব। সাংবাদিককে প্রকাশ্যে কটূক্তি ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে প্রেসক্লাব।