Advertisment

Mumbai Rains: বানভাসী মুম্বই, ডুবেছে রেললাইন, বন্ধ স্কুল-কলেজ, মঙ্গলেও প্রবল বর্ষণের পূর্বাভাস বাণিজ্য নগরীতে

Mumbai Rains Update: ভারতের আবহাওয়া বিভাগ (IMD) আজ, মঙ্গলবার মুম্বইয়ের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। সোমবার থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে জোয়ারেরও জন্য সতর্ক করেছে। মুম্বই, নভি মুম্বই, থানে, রায়গড়, আলিবাগ এবং পানভেলের স্কুল এবং কলেজগুলি বন্ধ থাকবে লাগাতার বৃষ্টিতে এলাকা প্লাবিত হওয়ার কারণে।

author-image
IE Bangla Web Desk
New Update
Premium: ভারতজুড়ে ব্যাপক বর্ষণ, জলে থইথই সর্বত্র, এত বৃষ্টিপাতের কারণটা কী?

Rains Update: আবহাওয়া বিভাগ (IMD) ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

Mumbai Rains Update: ভারতের আবহাওয়া বিভাগ (IMD) আজ, মঙ্গলবার মুম্বইয়ের জন্য ভারী বৃষ্টিপাতের (Mumbai Rains) সতর্কতা জারি করেছে। সোমবার থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে জোয়ারেরও জন্য সতর্ক করেছে। মুম্বই, নভি মুম্বই, থানে, রায়গড়, আলিবাগ এবং পানভেলের স্কুল এবং কলেজগুলি বন্ধ থাকবে লাগাতার বৃষ্টিতে এলাকা প্লাবিত হওয়ার কারণে।

Advertisment

সোমবার, মুম্বই ২০১৯ সালের পর একদিনে থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে। বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টার মধ্যে ৩০০ মিমি বৃষ্টি হয়েছে। একাধিক উড়ান বাতিল এবং ট্রেন এবং বাস পরিষেবাও স্তব্ধ। পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। এদিকে, মঙ্গলবার বিকেল পর্যন্ত রায়গড় এবং রত্নাগিরি জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে, পালঘর এবং থানে জেলার জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দফতর ১২ জুলাই পর্যন্ত মুম্বইয়ের বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত মুম্বইয়ের বেশ কিছু জায়গায় (Mumbai Rains) মাত্র ৬ ঘণ্টায় ৩০০ মিমি বৃষ্টি হয়েছে। শহরের নিচু অংশগুলি জলের তলায় চলে গিয়েছে। সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত রেললাইনের একাংশ জলের তলায়। ট্রেন পরিষেবা ব্যাহত। উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প চালিয়েও লাইন থেকে জল পুরোপুরি নামানো যায়নি। থমকে গিয়েছে লোকাল ট্রেন পরিষেবা। ভোগান্তির মুখে হাজার হাজার যাত্রী। মুম্বইয়ে ঢোকার মুখে দূরপাল্লার বহু ট্রেন আটকে।

আরও পড়ুন Heavy Rain In Mumbai: বানভাসি মুম্বই! রাস্তায় ভাসছে গাড়ি, থমকে ট্রেন পরিষেবা, চূড়ান্ত দুর্ভোগ

বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, প্রায় এক ঘণ্টা পরিষেবা সম্পূর্ণ ভাবে বন্ধ রাখার পরেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সকাল ১১টা পর্যন্ত ৫০টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এই ৫০টি বিমানের মধ্যে ৪২টি ইন্ডিগোর বিমান আর ৬টি এয়ার ইন্ডিয়ার।

মৌসম ভবন, মুম্বইবাসীকে (Mumbai) প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে। সমুদ্রসৈকতে বা নিচু জায়গায় না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাণিজ্য নগরীতে।

Mumbai Rain IMD mumbai airport Heavy Rainfall rain
Advertisment