মাঝে মাত্র দু’দিনের ব্যবধান, ফের মুম্বইয়ের সংক্রমণ এক হাজারের গণ্ডি ছাড়িয়ে গেছে। বিএমসি’র জারি করা বিবৃতি অনুসারে গত ২৪ ঘণ্টায় মুম্বইতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,১২৮ জন। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ১০ জনের।
বিএমসি’র তরফে আরও জানানো হয়েছে মুম্বইতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৪৮ হাজার ৫২১ সেই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৪০। একদিন আগে অর্থাৎ গত মঙ্গলবার মুম্বইতে সংক্রমিত হয়েছিলেন ৮০৩ জন। মৃত্যু হয়েছিল ৭ জনের। এদিকে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পজিটিভিটি রেটও। মঙ্গলবারের থেকে এদিন পজিটিভিটি রেট সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২.৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শহরে ৪৬,০৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা আগের দিনের তুলনায় সামান্য কম। সেই সঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১হাজার ৮৩৮ জন। এই মুহূর্তে শহরে সুস্থতার হার ৯৭ শতাংশ। বর্তমানে, মুম্বাইতে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৫৮।
বিএমসি’র তথ্য অনুসারে নতুন করে আক্রান্ত রোগীর মধ্যে ৯৩ শতাংশই ছিলেন উপসর্গহীন। ২৪ ঘণ্টার নিরিখে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৮ জন। তাদের মধ্যে ২৫ জন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। শহরে ৩৭হাজার ১৮৫ টি কোভিড বেডের মধ্যে রোগী ভর্তি রয়েছেন মাত্র ১,৯৫৩। এই মুহূর্তে সংক্রমণ বৃদ্ধির কারণে বিএমসি'র তরফে চারটি আবাসন সিল করা হয়েছে।