করোনা কালে প্রায় দুবছর বন্ধের পর অবশেষে মুক্তির স্বাদ পেল পড়ুয়ারা। শৈশব ফিরে পেল ওদের নিজেদের জগত। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের জারী করা নয়া নির্দেশ অনুসারে বুধবার থেকেই পূর্ণ ক্ষমতায় খুলে গেল মুম্বইয়ের স্কুল। ঠিক যেন প্রাক কোভিড। এতদিন পর স্কুলে এসে দিব্যি খুশি পড়ুয়ারা। বন্ধুদের সঙ্গে খেলাধূলা, হৈ-হুল্লোড় সবকিছুই একেবারেই আগের মত।
অনলাইন ক্লাস থেকে মুক্তির স্বাদ পেয়েছে পড়ুয়ারা। দহিসারের অশোকবন বিএমসি স্কুলের এদিনের ছবি ছিল একেবারের অন্যান্য দিনের থেকে আলাদা। সকালের সমস্ত সেশনের ক্লাস শুরু হয় সকাল ৭:১৫ মিনিটে। সকলেই সকালের প্রার্থনায় জাতীয় সঙ্গীতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিল। স্কুলের প্রার্থনার লাইনে দেখা গেল অনেককেই গানের লাইন ভুলে যাওয়ার জন্য বন্ধু অথবা শিক্ষকের সাহায্য নিতে হয়েছিল। পঞ্চম শ্রেণীর পড়ুয়া প্রীতি কাম্বলে, স্কুলে এসে নিজের খুশি ভাগ করে নিল ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে ।
কী জানিয়েছে প্রীতি? তার কথায়, অন্যান্য দিনের তুলনায় এইদিনটা সম্পূর্ণ আলাদা ছিল। খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়েছি।ক্লাস করার থেকেও সকলের সঙ্গে প্রার্থনায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। অনেক পড়ুয়া জানিয়েছে এতদিন পরে সকাল সকাল স্কুল যাওয়ার জন্য তাদের ঘুম থেকে উঠতে দেখে তাদের বাবা মায়েরাও খুব খুশি।
তৃতীয় শ্রেণীর এক ছাত্র নীতেশ প্যাটেল জানিয়েছে বাবা মাকে আমায় সকালে ডাকতে হয়নি।আমি নিজে নিজেই সকাল সকাল উঠে পড়েছি স্কুল আসার জন্য। এখন আমি ছুটির সময় আমার বন্ধুদের সঙ্গে খেলতে পারব। সেই সঙ্গে সে জানায়, প্রথম শ্রেণীতে পড়াকালীন স্কুল বন্ধ হয়ে যায়, স্কুলকে তার খুব একটা মনে নেই।
আগাথা ডায়াস এক শিক্ষক জানিয়েছেন স্কুলে উপস্থিতির হার ভাল। ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ নজরে এসেছে। তিনি বলেন করোনা কালে অনেকেই বাবা মায়ের সঙ্গে দেশের বাড়িতে ফিরে গেছেন। যেহেতু অনেক দিন পর স্কুল খুলল তাই আশা করছি আগাম সপ্তাহের মধ্যেই আরও বেশি উপস্থিতির হার বাড়বে। শহরের বেশ কয়েকটি স্কুল পূর্ণ ক্ষমতায় আবার ক্লাস শুরু করেছে, অন্য অনেকগুলিতে তা এখনও হয়নি। বেশিরভাগ স্কুলেও পরীক্ষার প্রস্তুতি চলছে। মাত্র দু দিনের মধ্যে বোর্ড পরীক্ষা শুরু। পরীক্ষার পরই স্কুলগুলিও পূর্ণ ক্ষমতার অফলাইন ক্লাসগুলিকে চালু করা পরিকল্পনা করেছে। শহরের সকল স্কুলেই আংশিক অফলাইন শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে।