ধর্মীয় ভেদাভেদ, সাম্প্রদায়িক অশান্তিতে বিধ্বস্ত ভারতে একটুকরো সম্প্রীতির ছবি বেঙ্গালুরুতে। হনুমান মন্দিরের জন্য ১ কোটি টাকা মূল্যের জমি দান করলেন এক মুসলিম ব্যবসায়ী। শহর থেকে ৩৫ কিমি দূরে হোসকোট তালুকে সেই মন্দির নির্মাণের জন্য জমি দান করে সম্প্রীতির নজির গড়লেন এইচ এম জি বাশা নামে ওই ব্যবসায়ী।
সম্প্রতি কর্ণাটক সরকার শ্রী বীরাঞ্জনায়েশ্বামী মন্দিরকে সরানোর নির্দেশ দিয়েছে ৭৫ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য। এরপরই মন্দির ট্রাস্ট ওই ব্যবসায়ীর কাছে জমি দানের জন্য আবেদন করে। পেশায় কার্গো ট্রান্সপোর্ট ব্যবসায়ী বাশার সেই জমি মন্দিরের একেবারে লাগোয়া। প্রায় তিন দশক ধরে এই মন্দির রয়েছে। কিন্তু জাতীয় সড়ক সম্প্রসারণের জেরে বর্তমানে সেই মন্দির সরানোর উপক্রম হয়েছে। মন্দির ট্রাস্টের সভাপতি এম ডি বীরেগৌড়া জানিয়েছেন, তাঁদের বিশ্বাস ছিল বাশা নিজের জমি দান করতে ইচ্ছুক হবেন। যেহেতু মন্দিরের যে কোনও উৎসবে বরাবর শামিল হয়েছেন তিনি।
আরও পড়ুন হিন্দু মহিলাকে ধর্মান্তর করে বিয়ের ‘ভুয়ো খবর’, পুলিশি নির্যাতনের অভিযোগ মুসলিম যুবকের
কিন্তু মন্দির কমিটিকে অবাক করে দিয়ে প্রত্যাশার চেয়ে বেশি জমি দান করতে ইচ্ছুক ওই ব্যবসায়ী। ভক্তদের চলাফেরার সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাশা। তিনি এ প্রসঙ্গে বলেছেন, যখন মানুষ একে অপরকে ভালবাসতে ভুলে গেছে, ভাল করে বাঁচতে পারছে না, হিংসা-হানাহানির মধ্যে যদি কারও জন্য ভাল কিছু করা যায় তাহলে সেটাই বড় প্রাপ্তি। তিনি বলেছেন, তাঁর পরিবারের সবাই এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেছেন। তিনি এটাও বলেছেন, রাজনৈতিক নেতারা যেখানে বিভাজন সৃষ্টি করছেন সেখানে হিন্দু-মুসলিমের ঐক্য অটুট রাখতে হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন