Advertisment

সম্প্রচার করতেই হবে জাতীয় ও জনস্বার্থ সংক্রান্ত 'কনটেন্ট'! টিভি চ্যানেলগুলিকে নির্দেশ মোদী সরকারের

প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সম্প্রচার করতে হবে এই জাতীয় কনটেন্ট

author-image
IE Bangla Web Desk
New Update
TV channels, Television Channels, channels to telecast content, Ministry of Information & Broadcasting, Indian Express, India news, current affairs

প্রতিদিন ৩০ মিনিটের জন্য সম্প্রচার করতে হবে জাতীয় ও জনস্বার্থ সংক্রান্ত কনটেন্ট। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতে টেলিভিশন চ্যানেলের আপলিঙ্কিং এবং ডাউনলিঙ্কিং, ২০২২-এর নির্দেশিকা অনুমোদন করেছে। যার অধীনে জাতীয় ও জনস্বার্থে বিষয়বস্তু সম্প্রচার করা চ্যানেলগুলোর জন্য বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।

Advertisment

নতুন নির্দেশিকা অনুযায়ী, জনসেবা ও জাতীয় স্বার্থ সম্পর্কিত অনুষ্ঠান প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সম্প্রচার করতে হবে। এই ধরনের কনটেন্ট তৈরির জন্য চ্যানেলগুলোকে আটটি থিম দেওয়া হয়েছে। সরকারের মতে, এই পদক্ষেপের পিছনে সরকারের যুক্তি এয়ারওয়েভস ফ্রিকোয়েন্সিগুলি জনসাধারণের সম্পত্তি এবং সমাজের সর্বোত্তম স্বার্থে ব্যবহার করা। এই নতুন নির্দেশিকা ৯ নভেম্বর ২০২২ থেকে কার্যকর হবে বলেও জানান হয়েছে৷ তবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যে চ্যানেলগুলিকে এই জাতীয় অনুষ্ঠান ধারণা ও প্রযোজনার জন্য সময় দেওয়া হবে।

নির্দেশিকা অনুসারে , "এয়ারওয়েভস ফ্রিকোয়েন্সিগুলি জনসাধারণের সম্পত্তি এবং সমাজের সর্বোত্তম স্বার্থে ব্যবহার করা প্রয়োজন৷ এই ধরনের ক্ষেত্রে, এই নির্দেশিকাগুলির অধীনে একটি কোম্পানিকে একটি চ্যানেল আপলিঙ্ক এবং ভারতে ডাউনলিঙ্ক করার অনুমতি দেওয়া হয়। চ্যানেলগুলিকে দিনে কমপক্ষে ৩০ মিনিট জাতীয় গুরুত্ব এবং সামাজিক প্রাসঙ্গিক বিষয়গুলির ওপর অনুষ্ঠান সম্প্রচার করা উচিৎ। এসব বিষয়ের মধ্যে রয়েছে শিক্ষা ও সাক্ষরতার প্রসার, কৃষি ও গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি। এর বাইরে নারী কল্যাণ, সমাজের দুর্বল জনগোষ্ঠীর কল্যাণ, পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং জাতীয় সংহতির কর্মসূচি অন্তর্ভুক্ত করা অপরিহার্য।

Modi Government TV channels
Advertisment