বুধবার বিহারের মুজফফরপুর শেলটার হোম কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে পসকো-র আওতায় চার্জশিট পেশ করা হয়েছে। ইতিমধ্যে শেল্টার হোমে যৌন হেনস্থার ঘটনায় মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের পুত্র এবং স্ত্রীকে যথাক্রমে ২৪ এবং ২৬ ডিসেম্বর তলব করেছে ইডি।
মুজফফরপুরের শিশুদের শেলটার হোমে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ওপর শারীরিক, মানসিক এবং যৌন হেনস্থা করা হত। বিরোধীদের ক্রমাগত চাপের মুখে বিহার সরকার শেষ পর্যন্ত ঘটনার তদন্তের ভার দেয় সিবিআই-কে। সিবিআই-এর তরফে এক মুখপাত্র জানিয়েছেন, "শেল্টার হোমে মেয়েদের মানসিক, শারীরিক এবং যৌন অত্যাচার করা হতো"।
আরও পড়ুন, সারোগেসি বিল কী, জেনে নিন বিশদে
টাটা ইনস্টিটিউট অব সোশাল সায়েন্সেস’ (টিস)-এর তরফ থেকে এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর প্রথম মুজাফফরপুর শেল্টার হোমে ধর্ষণ এবং যৌন অত্যাচারের বিষয়টি প্রকাশ্যে আসে।
গত ২৭ নভেম্বর বিহারের ১৪টি শেল্টার হোমে যৌন নির্যাতনের মামলায় যথেষ্ট গুরুত্ব না দেওয়ার জন্য বিহার পুলিশকে ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত। তার সপ্তাহ খানেক আগে বেগুসরাই-এর এক আদালতে আত্মসমর্পণ করলেন জেডিইউ নেত্রী এবং বিহারের প্রাক্তন মন্ত্রী মঞ্জু ভার্মা। মুজাফফরপুর শেল্টার হোমে ধর্ষণের মামলায় তার নাম জড়িয়েছিল। এ মাসের শুরুতে পাটনার একটি আদালত মঞ্জু ভার্মার জামিনের আবদন খারিজ করে দেয়। শেল্টার হোমে ধর্ষণ এবং যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এলে বিহারের সমাজকল্যাণ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শ্রীমতী ভার্মা।
Read the full story in English