/indian-express-bangla/media/media_files/2025/03/28/R5f9sO1Of2VEaapsq4Kq.jpg)
চোখের সামনে ভেঙে পড়ল আস্ত বহুতল, মায়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্পে ত্রাতা ভারত, বিরাট বার্তা প্রধানমন্ত্রী মোদীর
Myanmar Earthquake and Tsunami Alert: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার ও থাইল্যান্ডের বিস্তৃর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ব্যাংককেও এদিন ভূমিকম্পের আফটার শক অনুভূত হয়েছে। যেখানে একটি নির্মাণাধীন আকাশচুম্বী ভবন তাসের মতো ভেঙে পড়ে। জানা গিয়েছে, বহুতলের নিচে আটকে রয়েছেন ৪৩ জন শ্রমিক। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ভূমিকম্পের ধ্বংস যজ্ঞে এখনও পর্যন্ত কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ৩ জন নিহত ৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
ভূমিকম্পের মুহূর্তের সেই রোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে মানুষজন প্রাণ বাঁচাতে চিৎকার করছেন এবং জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে পালাচ্ছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন। জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য মায়ানমারে, মনিয়ওয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) পূর্বে।
At the time of the #Earthquake, some people were on the MRT and luckily the swaying moment had already stopped at the station. So, everyone ran out quickly while the station floor was swinging. #Thailand#Bangkok#Myanmar#แผ่นดินไหวpic.twitter.com/1XlClCWkfH
— कृतिका शर्मा (@Kriti_Sanatani) March 28, 2025
মায়ানমার এবং থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দু'দেশের সরকারকে সম্ভাব্য সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী মোদী বলেন, "মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের পরের পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। আমি সকলের নিরাপত্তা এবং মঙ্গলের জন্য প্রার্থনা করি। ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই বিষয়ে, আমরা আমাদের কর্মকর্তাদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছি। এছাড়াও, বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।"
BREAKING: At least 43 people missing after tower collapses in Bangkok - local media https://t.co/AphHrD3Hy9
— BNO News (@BNONews) March 28, 2025
শুক্রবার মধ্য মায়ানমারে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে ব্যাংককে। থাইল্যান্ডের রাজধানীতে ভূমিকম্পের পর আতঙ্কে শতাধিক মানুষ বাড়ি-ঘর ছেরে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। মায়ানমারের এই ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ড ছাড়াও ভারত, বাংলাদেশ, চিন-সহ একাধিক দেশে পড়েছে। শহর কলকাতাতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।