/indian-express-bangla/media/media_files/2025/03/31/HASinBdXYwtDszgyXs0Q.jpg)
ফের কম্পন! দুলে উঠল মায়ানমার,মৃতের সংখ্যা ছুঁল ১৭০০
Myanmar Earthquake Death Toll: ফের ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। শুক্রবার প্রতিবেশী দেশে সবচেয়ে জোরালো ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। আর তার জেরেই প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে দেশের একটা বড় অংশ। সময়ের যত এগোচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। সেদেশের প্রশাসন জানাচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন সেনা-সরকারের প্রধান মিন আং হলাইং। ভূমিকম্পের আফটারশকের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মায়ানমারের বিস্তৃত এলাকার বাড়িঘর, স্মৃতিসৌধ, এমনকি, মসজিদও। উপড়ে গিয়েছে শয়ে শয়ে গাছ। ফাটল ধরেছে রাস্তায়, সেতুতে। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার। ঐতিহাসিক মান্দালয় ভবন, ক্লক টাওয়ার সবই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
শুক্রবার মায়ানমারে ভূমিকম্পের পর,ক্রমাগত কম্পন অনুভূত হচ্ছে। এর আগে, ৭.৭ মাত্রার একটি মারাত্মক ভূমিকম্প দেশে আঘাত হানে যার পরে শনিবারও অনেক রাজ্যে কম্পন অনুভূত হয়েছিল। রবিবার, মান্দালয় থেকে ১৩ মাইল উত্তর-পশ্চিমে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। বর্তমানে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে, কিন্তু বারবার ভূমিকম্পের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
আজ ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া? বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টি? জানুন ওয়েদার আপডেট
মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মায়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১৭০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। এছাড়াও,হাজার হাজার মানুষ গুরুতর আহত এবং বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে।
মায়ানামারের এই সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চিন সহ আরও একাধিক দেশ।ভারত, চিন, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ অনেক প্রতিবেশী দেশ মিয়ানমারকে আর্থিক সাহায্য পাঠিয়েছে। এর সাথে সাথে অনেক উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে। দুর্যোগ কবলিত মায়ানমারের জন্য ভারত "অপারেশন ব্রহ্মা" চালু করেছে। ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর টুইটারে জানিয়েছেন যে ভারত মায়ানমারে ৪০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। উদ্ধারকাজে অংশ নিতে ৪০ জন এনডিআরএফ টিম এবং ১১৮ জন ভারতীয় সেনাবাহিনী, ফিল্ড হাসপাতাল, এছাড়াও, ভারত মায়ানমারের রাজধানী নাইপিদো দুটি নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us