/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Untitled-design-2021-08-27T150644.603.jpg)
ঘটনাস্থলে পুলিশের দল।
Karnataka Gangrape: রাতে ধর্ষিতার অতো নির্জন জায়গায় যাওয়া উচিত ছিল না। মাইসুরু গণধর্ষণ-কাণ্ডে এই মন্তব্য করে এবার বিতর্ক বাড়ালেন কর্নাটকের পর্যটনমন্ত্রী আনন্দ সিং। তিনি বলেন, ‘আমরা বলতে পারি না কে কোথায় যাবেন। সব জায়গায় পুলিশ মোতায়েন সম্ভব নয়। তাই প্রেমিক যুগল হোক কিংবা নবদম্পতি, এঁদের অতো নির্জন জায়গায় যাওয়া উচিত নয়।‘
বৃহস্পতিবার একই মন্তব্য করে বিরোধী শিবিরের আক্রমণের মুখে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জনার্দন। তিনি বলেছিলেন, নিগৃহীতার অতো জনমানবশূন্য জায়গায় যাওয়া উচিত ছিল না।
এখানেই শেষ নয়। তিনি বলেছিলেন, ‘সন্ধ্যায় ৭টা-সাড়ে ৭টা নাগাদ ওরা ওখানে গিয়েছিল। ওখানে যাওয়া উচিত ছিল না। কিন্তু আমরা কাউকে কোথাও যেতে বারণ করতে পারি না। ওই জায়গা জনমানবহীন। সাধারণত কেউ ওখানে যায় না।‘
স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় সরব ডিকে শিবকুমার। তিনি বলেন, ‘রাজ্যের বিজেপি সরকার কী মানুষদের সন্ধ্যার পর বাইরে বেরোতেই না করছে।‘ তবে শুধু রাজ্যের দুই মন্ত্রী নয়, কেন নিগৃহীতা নির্জন স্থানে গিয়েছিলেন সে নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য মহিলা কমিশনের প্রধান মঞ্জুলা মানস। তিনি বলেছেন, ‘একজন এমবিএ পড়ুয়া হয়ে ওই সময় কেউ নির্জন জায়গায় যায়!’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন