Advertisment

সন্তানের সামনেই খুন জনপ্রিয় অভিনেত্রীর বোন-ভগ্নিপতি, হামাস জঙ্গিদের বর্বরতায় গা শিউরে উঠবে

দুজনকে তাদের সন্তানদের সামনে খুন করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
naagin fame actress madhura naik, madhura naik family was killed by terrorists in Israel attack, Israel-Hamas War, state war, Israel-palestine war, Israel war, Television actress , Entertainment news in hindi , Israel palestine

দুজনকে তাদের সন্তানদের সামনে খুন করা হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রীর বোনকে চোখের সামনে ইজরায়েলে হত্যা করেছে হামাস জঙ্গিরা। শিশুদের সামনে বোন ও ভগ্নিপতিকে নির্মমভাবে হত্যা করেছে হামাস জঙ্গিরা এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। এই দুজনকে তাদের সন্তানদের সামনে খুন করা হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

Advertisment

গত পাঁচ দিন ধরে ইজরায়েল ও হামাসের  মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ।  শনিবার (৭ অক্টোবর) হামাস জঙ্গি সংগঠন ইজরায়েলের ওপর প্রায় ৫ হাজার রকেট হামলা চালায়। মৃত্যু হয় অসংখ্য মানুষের। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। এখন পর্যন্ত যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধের মর্মান্তিক অনেক ভিডিও ও ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভয়ঙ্কর যুদ্ধে নিহত হয়েছেন অভিনেত্রী মধুরা নায়েকের বোন ও তাঁর স্বামী। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন মধুরা।

'নাগিন' খ্যাত মধুরা নায়েক সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে তার বোন এবং তার স্বামীকে হামাস জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছ। দুজনকে তাদের সন্তানদের সামনে খুন করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। মধুরা তার বোন ওদয়া, বোনের স্বামী এবং তাদের সন্তানদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং লিখেছেন, “ওদয়া, আমার বোন এবং তার স্বামীকে তাদের নিষ্পাপ সন্তানদের সামনে হামাস জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছে। আমার বোনের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলের সকল ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি আমার আন্তিরক সমবেদনা। নিহতদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তাঁদের আত্মার শান্তি কামনা করি”।

তিনি আরও লিখেছেন, “দয়া করে এই কঠিন সময়ে আমাদের এবং ইজরায়েলে জনগণের পাশে দাঁড়ান। জঙ্গিদের আসল চেহারা এবং তারা কতটা নৃশংস হতে পারে তা দেখার সময় এসেছে।" এই পোস্টে মন্তব্য করে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। পোস্ট থেকেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কোন ধরনের হিংসাকে সমর্থন করেন না।

ইসরায়েলের ওপর হামাস জঙ্গিদের হামলার ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। অভিনেত্রী মধুরা নায়েক তার পরিবার হারানোর বেদনা সকালের কাছে বর্ণনা করে স্বজন হারানোর যন্ত্রণা বিশ্ববাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। মধুরা আরও বলেছেন, এই সময়ে আমার পরিবার যে কষ্ট ও যন্ত্রণার সম্মুখীন হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। আজ শ’য়ে শ’য়ে  ইজরায়েল, শিশু, মহিলা ও বৃদ্ধরা হামাসের আগুনে পুড়ছে।

Israel-Palestine clash
Advertisment