Advertisment

সিবিআই থেকে দমকলে নাগেশ্বর রাও

সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদ থেকে নাগেশ্বর রাওকে সরানো হল। দমকল, অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ডের ডিজি পদে বদলি করা হল নাগেশ্বরকে।

author-image
IE Bangla Web Desk
New Update
nageswara rao, নাগেশ্বর রাও

নাগেশ্বর রাও।

সিবিআই থেকে সরানো হল নাগেশ্বর রাওকে। সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদ থেকে নাগেশ্বর রাওকে বদলি করা হল। দমকল, অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ডের ডিজি পদে বদলি করা হল নাগেশ্বরকে। উল্লেখ্য, সিবিআইয়ের প্রধান হিসেবে অলোক ভার্মাকে সরানোর পরই অন্তর্বর্তী ডিরেক্টর হিসেবে নাগেশ্বরকে নিয়োগ করেছিল কেন্দ্র। প্রায় ৩ মাসের বেশি সময় ধরে এই পদে নিযুক্ত ছিলেন নাগেশ্বর।

Advertisment

প্রসঙ্গত, সিবিআই-এর প্রাক্তন ডিরেক্টর অলোক ভার্মা এবং প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। তাঁরা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। সিবিআইয়ের ঘরে এই ‘নজিরবিহীন’ বিবাদের জেরে গত অক্টোবরে এই দুই শীর্ষকর্তাকে পদ থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। সে সময় সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় আইপিএস অফিসার নাগেশ্বর রাও-এর হাতে। সুপ্রিম কোর্টে নাগেশ্বরের পদ প্রাপ্তি চ্যালেঞ্জের মুখে পড়লে আদালত জানিয়ে দেয়, তিনি কেবল দৈনন্দিন কাজ পরিচালনা করবেন। এর বাইরে কোনও প্রকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয় তাঁকে।

আরও পড়ুন: সিবিআই নাটকে নয়া মোড়, সৌজন্যে নাগেশ্বর রাও

সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছিল নাগেশ্বর রাওকে। বিহারের মুজফফ্‌রপুর শেল্টার হোমে শিশুদের যৌন নিগ্রহের ঘটনায় তদন্তের ভারপ্রাপ্ত সিবিআই আধিকারিককে বদলি করার সিদ্ধান্তে নাগেশ্বরকে আদালত অবমাননার দায়ে জরিমানার নির্দেশ দেয় শীর্ষ আদালত। নাগেশ্বরকে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি গোটা দিন নাগেশ্বরকে আদালত কক্ষের এক কোণে বসে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

Read the full story in English

national news cbi
Advertisment