পাকিস্তানের নানকানা সাহিবে হামলার মূলচক্রী গ্রেফতার

সন্ত্রাস দমন আইনের আওতায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।

সন্ত্রাস দমন আইনের আওতায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
nankana sahib violence accused arrested, নানকানা সাহিব, নানকানা, নানকানার খবর, নানকানা সাহিব গুরুদ্বারে হামলা, nankana sahib violence, gurudwara nankana sahib, গুরুদ্বার নানকানা সাহিব, gurudwara janam asthan, pakistan sikh population, নানকানা সাহিবে হামলার মূলচক্রী গ্রেফতার

গ্রেফতার মূল অভিযুক্ত ইমরান। ছবি: টুইটার/ ইন্ডিয়ান এক্সপ্রেস।

পাকিস্তানে নানকানা সাহিব গুরুদ্বারে হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনের আওতায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। জানা যাচ্ছে, ধৃত মূল অভিযুক্তের নাম ইমরান। গত শুক্রবার ইমরানের নেতৃত্বেই একদল গুরু নানকদেবের জন্মস্থান হিসেবে পরিচিত নানকানা সাহিব গুরুদ্বারে পাথর ছোড়ে। এমনকি, গুরুদ্বারের জায়গায় মসজিদ করা হবে বলে হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে।

Advertisment

আরও পড়ুন: LIVE: কংগ্রেস, আপ ও বামেরাই বিশ্ববিদ্যালয়ে অশান্তি পাকাচ্ছে: প্রকাশ জাভড়েকর

নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে যখন তোলপাড় এদেশ, সেই আবহে নানকানা সাহিব গুরুদ্বারে হামলার ঘটনা নয়া মাত্রা এনে দিয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সরব হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এ প্রসঙ্গে রবিবার ভারতীয় বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, ‘‘পেশোয়ারে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনায় ভারত ধিক্কার জানাচ্ছে’’। এদিকে, এ ঘটনার পর শিখ সম্প্রদায়ের মানুষের সুরক্ষার দাবিতে নয়াদিল্লিতে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক মানুষ।

আরও পড়ুন: জেএনইউ-তে ‘ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক’, সরব ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মমতা

Advertisment

অন্যদিকে, নানকানা সাহিবে হমলার দু’দিনের মধ্যেই রবিবার পাকিস্তানের পেশোয়ার শহরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাতে খুন হলেন এক শিখ যুবক, পাক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। রিপোর্ট অনুযায়ী, ওই শিখ ব্যক্তি হলেন পারবিন্দর সিং। যিনি সম্পর্কে পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রথম শিখ সঞ্চালক হরমীত সিংয়ের ভাই।

Read the full story in English

International news