প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৫৭ জন সাংসদ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করলেন। এই ৫৮ জনের তালিকায় দেখা গেল এক ঝাঁক নতুন মুখ। পুরনো মুখেদের মধ্যে বাদ পড়লেন ৩৭ জন। তালিকায় প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ থেকে মানেকা গান্ধী যেমন নেই, তেমনই অবাক করেছে অমিত শাহ থেকে জয়শঙ্করের পোর্টফোলিও।
Advertisment
উমা ভারতী, রাজ্যবর্ধন রাঠোর, সুরেশ প্রভু, জুয়াল ওরাম, মানেকা গান্ধীরা নেই তালিকায়। ৫৮ জনের মন্ত্রিসভায় রয়েছেন ২৪ জন ক্যাবিনেট মন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এদের মধ্যে ক্যাবিনেটেই থাকছে ২৪ টি নতুন মুখ।
এনডিএ শরিক জেডিইউ প্রধান নীতিশ কুমার সরকারে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে উত্তরপ্রদেশের জোটসঙ্গী আপনা দলের প্রধান অনুপ্রিয়া প্যাটেল পেলেন না কোনও মন্ত্রিত্ব। সবচেয়ে বেশি নতুন মুখ এসেছে মহারাষ্ট্র থেকে। তালিকায় তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ।
অমিত শাহকে দেওয়া হল স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। তার জায়গায় দলের সভাপতিত্বের দায়িত্বে কাকে রাখা হবে, তা এখনও নিশ্চিত নয়। দলের অভিজ্ঞ নেতাদের মধ্যে জগত প্রকাশ নড্ডা কোনও মন্ত্রিত্ব না পাওয়ায় রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিজেপির সর্বভারতীয় সভাপতি হতে পারেন নড্ডা।