Advertisment

এক ঝাঁক নতুন মুখ, দেশের মন্ত্রীদের গড় বয়স এবার ষাটের নীচে

৫৮ জনের মন্ত্রিসভায় রয়েছেন ২৪ জন ক্যাবিনেট মন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার গড় বয়স ষাটের নীচে।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, rajnath singh, amit shah, মোদী, রাজনাথ সিং, অমিত শাহ

মোদীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিলেন ৫৭ জন। ছবি: টুইটার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৫৭ জন সাংসদ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করলেন। এই ৫৮ জনের তালিকায় দেখা গেল এক ঝাঁক নতুন মুখ। পুরনো মুখেদের মধ্যে বাদ পড়লেন ৩৭ জন। তালিকায় প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ থেকে মানেকা গান্ধী যেমন নেই, তেমনই অবাক করেছে অমিত শাহ থেকে জয়শঙ্করের পোর্টফোলিও।

Advertisment

উমা ভারতী, রাজ্যবর্ধন রাঠোর, সুরেশ প্রভু, জুয়াল ওরাম, মানেকা গান্ধীরা নেই তালিকায়। ৫৮ জনের মন্ত্রিসভায় রয়েছেন ২৪ জন ক্যাবিনেট মন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এদের মধ্যে ক্যাবিনেটেই থাকছে ২৪ টি নতুন মুখ।

এনডিএ শরিক জেডিইউ প্রধান নীতিশ কুমার সরকারে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে উত্তরপ্রদেশের জোটসঙ্গী আপনা দলের প্রধান অনুপ্রিয়া প্যাটেল পেলেন না কোনও মন্ত্রিত্ব। সবচেয়ে বেশি নতুন মুখ এসেছে মহারাষ্ট্র থেকে। তালিকায় তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ।

আরও পড়ুন, শপথ গ্রহণের পরেই মোদীর শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত

অমিত শাহকে দেওয়া হল স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। তার জায়গায় দলের সভাপতিত্বের দায়িত্বে কাকে রাখা হবে, তা এখনও নিশ্চিত নয়। দলের অভিজ্ঞ নেতাদের মধ্যে জগত প্রকাশ নড্ডা কোনও মন্ত্রিত্ব না পাওয়ায় রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিজেপির সর্বভারতীয় সভাপতি হতে পারেন নড্ডা।

নরেন্দ্র মোদী- প্রধানমন্ত্রী
অমিত শাহ- স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনাথ সিং- প্রতিরক্ষামন্ত্রী
নির্মলা সীতারমণ- অর্থমন্ত্রী, কর্পোরেট বিষয়ক মন্ত্রী
নিতিন গড়করি- সড়ক ও পরিবহণ মন্ত্রী
ডি ভি সদানন্দ গৌড়া- রাসায়নিক ও সার মন্ত্রক
রামবিলাস পাসোয়ান- উপভোক্তা বিষয়ক মন্ত্রক, খাদ্য
নরেন্দ্র সিং তোমার- কৃষি, গ্রামোন্নয়ন, পঞ্চায়েত রাজ
রবিশংকর প্রসাদ- আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
হরসিমরত কউর বাদল- খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক
তাওয়ারচাঁদ গেহলোত- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
এস জয়শংকর- বিদেশ মন্ত্রক
রমেশ পোখরিয়াল নিশাঙ্ক- মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক
অর্জুন মুন্ডা- আদিবাসী বিষয়ক মন্ত্রক
স্মৃতি ইরানি- নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, বস্ত্র মন্ত্রক
হর্ষবর্ধন- স্বাস্থ্য মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক
প্রকাশ জাভড়েকর- পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক
পীযূষ গোয়েল- রেলমন্ত্রী
ধর্মেন্দ্র প্রধান- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, ইস্পাত
মুখতার আব্বাস নকভি- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
প্রহ্লাদ যোশী- সংসদ বিষয়ক মন্ত্রক, কয়লা মন্ত্রক
মহেন্দ্রনাথ পাণ্ডে- দক্ষতা উন্নয়ন মন্ত্রক
অরবিন্দ সাওয়ান্ত- ভারী শিল্প মন্ত্রক
গিরিরাজ সিং- প্রাণিসম্পদ মন্ত্রক
গজেন্দ্র সিং শেখাওয়াত- জলসম্পদ মন্ত্রক
উগ্র হিন্দুত্ববাদী মন্তব্য করে শিরোনামে আসা কর্ণাটকের বিতর্কিত নেতা অনন্ত কুমার হেগড়ে কোনও মন্ত্রিত্ব পেলেন না এই দফায়। তবে বিহারের বেগুসরাই থেকে জয়ী আরেক বিতর্কিত নেতা গিরিরাজ সিং পেলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। সার্বিকভাবে মন্ত্রীদের গড় বয়স ষাটের কম। যুব সম্প্রদায়ের মন জয় করতেই মোদীর এই পদক্ষেপ, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আসল বিশ্লেষণের সময় শুরু হবে আগামী দিনগুলোয়।

Read the full story in English

narendra modi
Advertisment