/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Narendra-Modi-Cabinet-2024.jpg)
Narendra Modi-Cabinet 2024: রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রী পরিষদের সদস্যরা। (রেণুকা পুরীর এক্সপ্রেস ছবি)
Narendra Modi government and his cabinet 2024: শপথ গ্রহণের একদিন পর সোমবার মন্ত্রক পেলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রক বণ্টনে অভিজ্ঞতার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী। গান্ধীনগরের সাংসদ অমিত শাহকে আগের মতই স্বরাষ্ট্রমন্ত্রক দেওয়া হল। লখনউয়ের সাংসদ রাজনাথ সিং আগের মতই পেলেন প্রতিরক্ষার দায়িত্ব। নাগপুরের সাংসদ নীতিন গড়কড়ি থাকলেন সড়ক এবং মহাসড়কের দায়িত্বে।
এস জয়শংকর থাকলেন বিদেশ মন্ত্রকের দায়িত্বে। পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রকে। অশ্বিনী বৈষ্ণো থাকলেন রেলের দায়িত্বে। সঙ্গে পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বও। আগে এই তথ্য ও সম্প্রচার মন্ত্রক ছিল হামিরপুরের সাংসদ অনুরাগ সিং ঠাকুরের হাতে। নির্মলা সীতারামনকে অর্থ মন্ত্রকেই রাখা হল। গিরিরাজ সিংয়ের জায়গায় কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর নতুন মন্ত্রিসভায় বিদ্যুৎ এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলাবেন।
নভসারির সাংসদ ও গুজরাট বিজেপির সভাপতি সিআর পাতিল জলশক্তি মন্ত্রক ও ধর্মেন্দ্র প্রধান সামলাবেন শিক্ষা মন্ত্রকের দায়িত্ব। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের দায়িত্ব পেলেন লোকজনশক্তি পার্টি (রামবিলাস) দলের নেতা হাজিপুরের সাংসদ চিরাগ পাসোয়ান। জনতা দল (সেকুলার) দলের নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী পেলেন ইস্পাত এবং ভারী শিল্প মন্ত্রকের দায়িত্ব।
তেলুগু দেশম পার্টির কিঞ্জারাপু রামমোহন নাইডু হলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। আগে এই দায়িত্বে ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
লোকসভা নির্বাচনে লুধিয়ানা থেকে হারলেও রভনীত সিং বিট্টুকে দেওয়া হল সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্ব। প্রাক্তন ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেলেন। সিকান্দরাবাদের সাংসদ জি কিষাণ রেড্ডি পেলেন কয়লা এবং খনি মন্ত্রকের দায়িত্ব। পোরবন্দরের সাংসদ মনসুখভাই মান্ডভিয়া পেলেন যুব-বিষয়ক, ক্রীড়া, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের দায়িত্ব থাকল রাজ্যসভার সাংসদ হরদীপ সিং পুরীর হাতে।
নরেন্দ্র মোদী তাঁর নতুন মন্ত্রিসভা এবং মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পরে, কৃষক প্রকল্পের অর্থ অনুমোদনের ফাইলে প্রথম স্বাক্ষর করেছেন। প্রায় ৯.৩ কোটি কৃষকের জন্য ২০,০০০ কোটি টাকা অনুমোদন করার কথা রয়েছে ওই ফাইলে। এই অর্থ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৭তম কিস্তির। সেই টাকা অনুমোদন করে, প্রধানমন্ত্রী বলেছেন, 'আমাদের সরকার কৃষক কল্যাণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষিখাতের জন্য আরও বেশি করে কাজ করতে চাই।'
আরও পড়ুন- বারবার কেন টার্গেট তীর্থযাত্রীরা? বিশেষ কোন বার্তা জঙ্গিদের? চাপে রাখতে চাইছে মোদী সরকারকে?
একটি মাত্র আসনে জেতা এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী তাদের সাংসদ প্রফুল্ল প্যাটেলের জন্য পূর্ণমন্ত্রিত্ব চেয়েছিল। কিন্তু, বিজেপি স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে চেয়েছে। তাতে খুশি হতে না পারায় এনসিপি মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, বিজেপি তাদের থেকে কয়েক দিন সময় চেয়েছে। দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে।